ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে মহিউদ্দিন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালন

প্রকাশিত: ০৬:৫৩, ১৬ ডিসেম্বর ২০১৮

চট্টগ্রামে মহিউদ্দিন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ তিনি ছিলেন চট্টগ্রামের গণমানুষের নেতা। আওয়ামী লীগের রাজনীতিতে থেকেও তিনি সর্বজন গ্রহণযোগ্য একজন রাজনীতিকে পরিণত হয়েছিলেন। চট্টগ্রামের স্বার্থে বরাবরই তিনি অনড় অবস্থান নিয়েছিলেন। এ নগরীর উন্নয়ন ও মুক্তিযুদ্ধের পক্ষের পক্ষের রাজনীতিকে এগিয়ে নিতে তিনি ছিলেন অবিচল অবস্থানে। শনিবার ছিল এই বীর মুক্তিযোদ্ধার প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তার পরিবার আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনসমূহ বিভিন্ন স্থানে করেছে শোক সমাবেশ। এ সমাবেশে অধিকাংশ বক্তা উপরোক্ত কথাগুলো বলেছেন। সকালে কোরানখানি ও মিলাদ মাহফিলের মাধ্যমে তার মৃত্যুবার্ষিকী পালনের প্রক্রিয়া শুরু হয়। বিকেলে সবচেয়ে বড় শোক সমাবেশটি হয় মহানগর আওয়ামী লীগের উদ্যোগে জিইসি কনভেনশন হলে। সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনসহ দলের শীর্ষ নেতাসহ অন্য নেতাকর্মীও তার অনুসারীরা উপস্থিত ছিলেন। এছাড়া তার শুভাকাক্সক্ষীদের উদ্যোগে নগরীর ৪১ ওয়ার্ডে অনুষ্ঠিত হয় শোক সমাবেশ। উল্লেখ্য, গত বছরের ১৫ ডিসেম্বরের একাত্তর বছর বয়সে চট্টগ্রামের এ যাবতকালের জনপ্রিয়তার শীর্ষে যাওয়া এই নেতা ইন্তেকাল করেন।
×