ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নির্বাচনে জনগণ সমুচিত জবাব দিবে ॥ মুজিবুল হক

প্রকাশিত: ০৬:৫৩, ১৬ ডিসেম্বর ২০১৮

নির্বাচনে জনগণ সমুচিত জবাব দিবে ॥ মুজিবুল হক

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৫ ডিসেম্বর ॥ কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, মানুষ হত্যাকারীরা নির্বাচন সামনে রেখে আবারও মাঠে নেমেছে। তারা নির্বাচন সামনে রেখে যদি সাধারণ মানুষের ওপর কোন প্রকার অত্যাচার কিংবা কোন প্রকার হুমকিধমকি দেয় তাহলে জনগণ তার সমুচিত জবাব দেবে। এরা যে কোন সময় চোরাগুপ্তা হামলা করতে পারে। জনগণের সঙ্গে তাদের কোন প্রকার সম্পর্ক নেই। তাই তাদের বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। মন্ত্রী চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়ননের বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভা ও বাতিসা ইউনিয়নে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মুজিবুল হক আরও বলেন, যারা নির্বাচিত হয়ে মানুষকে ভুলে যায় তাদের ধোঁকাবাজি এখন চৌদ্দগ্রামের মানুষ বুঝে গেছে, তাই তারা এখন নিষিদ্ধ জঙ্গী সংগঠনের সর্বহারা নেতাদের মতো ভিডিও বার্তার মাধ্যমে কেন্দ্র দখলের হুমকি দেয়। চৌদ্দগ্রামের সচেতন মানুষ এসব হুমকিকে পরোয়া করেনা। তাই এদের বিষয়ে সকলকে সজাগ থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করে চৌদ্দগ্রামের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিতে হবে। মন্ত্রী শুক্রবার রাত পর্যন্ত উপজেলার কালিকাপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, দৌলবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটারদের সঙ্গে আলোচনা সভা ও বাতিসা হাইস্কুল মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস সোবহান ভূঁঞা হাসান, পৌর মেয়র মিজানুর রহমান, জেলা পরিষদ সদস্য ফারুক আহাম্মেদ মিয়াজী, উপজেলা ভাইস চেয়ারম্যান এ বি এম এ বাহার, রাশেদা আখতার, এ্যাডভোকেট ড. আবদুল মান্নান, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম, আলকরা ইউপি চেয়ারম্যন গোলাম ফারুক হেলাল, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, সৈয়দ আহাম্মদ খোকন প্রমুখ।
×