ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নৌকা ও ধানের শীষ প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৬:৫২, ১৬ ডিসেম্বর ২০১৮

নৌকা ও ধানের শীষ প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা-৪ আসনে (রূপসা, তেরখাদা, দিঘলিয়া) আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক কৃতি ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, তার নির্বাচনী এলাকায় নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। এটা দেখে নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় বিএনপি প্রার্থী দিশেহারা হয়ে মিথ্যাচার করছেন। ভোটার ও জনগণকে বিভ্রান্ত করতে অসত্য, মিথ্যা, বানোয়াট কথা বলছেন। তিনি শনিবার খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন, এ্যাডভোকেট এম এম মুজিবুর রহমান, শরফুদ্দিন বিশ্বাস বাচ্চু প্রমুখ। অপর দিকে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে একই আসনের ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল অভিযোগ করেন, আওয়ামী লীগের কর্মীরা বিভিন্ন এলাকায় তার কর্মীদের ওপর হামলা চালাচ্ছে, প্রচারে বাধা দেয়া হচ্ছে। আওয়ামী লীগ প্রার্থী আচরণ বিধি লংঘন করে প্রচার চালাচ্ছেন। এ সময় জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, সহ-সভাপতি মনিরুজ্জামান মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন। রাজাকারের দোসররা গণমাধ্যমের কণ্ঠ রোধের চেষ্টা করছে ॥ তথ্যমন্ত্রী নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১৫ ডিসেম্বর ॥ যারা স্বাধীনতা দিবসে পাকিস্তানী কায়দায় গণমাধ্যমের কর্মীদের স্তব্ধ করে দেয়ার হুমকি দেয় তারা আর যাই হোক গণতন্ত্রের পক্ষের লোক না বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, সরকার গণমাধ্যমকে উন্মুক্ত করেছে আর বিএনপি-জামায়াত ও রাজাকারের দোসররা ভয়ভীতি দেখিয়ে গণমাধ্যমের কণ্ঠ রোধ করার চেষ্টা করেছে। শনিবার সকালে তথ্যমন্ত্রী নিজ নির্বাচনী এলাকা মিরপুর উপজেলার হালসায় গণসংযোগ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি বলেন, ড. কামাল হোসেন সেই রাজাকার, জঙ্গী, জামায়াত এবং বিএনপির সন্ত্রাসীদের সঙ্গে হাত মিলিয়ে শহীদ বেদিতে দাঁড়িয়ে গণমাধ্যমের কণ্ঠ রোধের জন্য হুমকি প্রদান বাংলাদেশের গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের জন্য দুঃখজনক।
×