ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিলেট-১ আসন নিয়ে সবার কৌতূহল

প্রকাশিত: ০৬:৫০, ১৬ ডিসেম্বর ২০১৮

সিলেট-১ আসন নিয়ে সবার কৌতূহল

সালাম মশরুর, সিলেট অফিস ॥ সিলেট-১ আসনে ভাগ বসাবেন কে ? কারভাগ্যে রয়েছে বিজয় মালা। সংসদ নির্বাচনে সিলেট-১ আসনের প্রতি দৃষ্টি রয়েছে সবার। নির্বাচনী প্রচারে কোন বাধা বিপত্তি নেই। গণসংযোগ চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। শহর থেকে গ্রাম। একই চিত্র। সবাই দেশের উন্নয়ন নিয়ে কথা বলছেন। সিলেটের ৬টি আসনের মধ্যে সিলেট সদর আসন নিয়ে ভোটারদের মধ্যে কৌতূহলের শেষ নেই। স্বাধীনতা পরবর্তীকাল থেকে একটি প্রথা চালু রয়েছে। সিলেট-১ আসনে যে দল বিজয়ী হয়ে থাকে সে দলই সরকার গঠন করে থাকে। দীর্ঘসময়ে এর ব্যত্যয় ঘটেনি। সে কারণে রাজনৈতিক দলগুলো সিলেট-১ আসনের গুরুত্ব বিবেচনা করে হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন দিয়ে থাকে। সংসদ নির্বাচনসহ গুরুত্বপূর্ণ নির্বাচনে কেন্দ্রীয় নেতারা হযরত শাহজালাল (র)-এর মাজার জিয়ারত করেই নির্বাচনী প্রচার কাজ শুরু করে থাকেন। এবারও ড. কামালের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট সিলেট থেকে তাদের নির্বাচনী প্রচার শুরু করেছেন। বিভিন্ন সময়ে সিলেট-১ আসন থেকে নির্বাচিত প্রার্থীরা সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ও দায়িত্ব পেয়েছেন। বর্তমানে সিলেটের ৬টি আসনের মধ্যে ৪টিতে আওয়ামী লীগ ও ২টিতে জাতীয় পার্টির এমপি ছিলেন। এ আসন হাতছাড়া হয়ে গেলে সরকার গঠনে বিরূপ প্রভাব পড়বে, এমন বিশ্বাস সকল দলের নেতাকর্মী ও সমর্থকদের। এবারের নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামী লীগ থেকে বর্তমান সংসদ সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের এ ছোট ভাই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. একে আবদুল মোমেন ও বিএনপি থেকে খন্দকার আব্দুল মুক্তাদির প্রার্থী হয়েছেন। এই আসনের অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হচ্ছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন’র মাওলানা নাসির উদ্দিন, ন্যাশনাল পিপলস পার্টির ইউসুফ আহমদ বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্র্টির উজ্জল রায়, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল প্রণব জ্যোতি পাল, জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী প্রমুখ।
×