ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুর-৪ ॥ ভোটযুদ্ধে মান্নান-রব

প্রকাশিত: ০৬:৪৯, ১৬ ডিসেম্বর ২০১৮

লক্ষ্মীপুর-৪ ॥ ভোটযুদ্ধে মান্নান-রব

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৫ ডিসেম্বর ॥ প্রতীক বরাদ্দের পর থেকে গ্রামগঞ্জে, হাটেবাজারে, চায়ের স্টলে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আলোচনার ঝড় বইছে। লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর আসনে একে অপরের বিরুদ্ধে লড়ছেন হেভিওয়েট প্রার্থী সাবেক দু’মন্ত্রী। মহাজোট থেকে ভোটযুদ্ধে বিকল্প ধারার মহাসচিব মেজর (অব) আব্দুল মান্নান এবং জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম সমন্বয়ক জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে মেজর (অব) আবদুল মান্নান (নৌকা) প্রতীকে, বিএনপি জোট জাতীয় ঐক্যফ্রন্ট থেকে আ স ম আবদুর রব (ধানের শীষ) নির্বাচনী যুদ্ধে নেমেছেন। এদের মধ্যে হবে প্রকৃত ভোটযুদ্ধ। তবে নৌকার পালে হাওয়া লেগেছে বলে এলাকাবাসী দাবি করছে। জোটের রাজনীতিতে কি ঘটে সেটাই দেখছে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা। ১৯৯৬ সালে ৭ম সংসদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্যের সরকারে যোগ দিয়ে নৌপরিবহনমন্ত্রী, পরে মৎস্য ও পশু সম্পদমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনিই রামগতি থেকে প্রথম নির্বাচিত সংসদ সদস্য যিনি বাংলাদেশ সরকারের প্রথম একজন পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। অপরদিকে মেজর (অব) আবদুল মান্নান ঢাকা-১০ আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। এর মাঝে ১৯৯১ সালে তার জয়লাভটি ছিল স্মরণীয়। এ সময় তিনি বস্ত্র প্রতিমন্ত্রী হন। অপরদিকে ২০০৮ সালে এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির বর্তমান সভাপতি এবিএম আশরাফ উদ্দিন নিজান। ভোটাররা বলেছেন, যারা হরতাল দেবে না, এলাকার উন্নয়ন অব্যাহত রাখবে এবং নদী ভাঙ্গা রোধে কাজ করবে তাদের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করবে। এদিকে বিকল্পধারার মহাসচিব মেজর (অব) আব্দুল মান্নান বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে নৌকা প্রতীকে এখানকার মানুষ আমাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করবে। এটি আমি শতভাগ বিশ^াস করি। অবহেলিত জনপদের মানুষের দুঃখ লাঘবই আমার দীর্ঘদিনে সাধনা ছিল। কারণ এলাকার মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের নাড়ির সম্পর্ক রয়েছে। অপরদিকে ঐক্যফ্রন্ট থেকে জেএসডি নেতা আ.স.ম আব্দুর রব বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আমি এ আসন থেকে নিশ্চিতভাবে বিজয়ী হব। তবে সরকারকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। মানুষ নির্বিঘেœ ভোট কেন্দ্রে যাবার ব্যবস্থা করতে হবে। তিনিও সংসদীয় এলাকার বিভিন্ন স্থানে নদীপারের মানুষের সঙ্গে মতবিনিময় ও পথ সভা করেছেন। এ সময় তার সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ আসনে জেএডি প্রার্থী তানিয়া রব (তারা), ইসলামী আন্দোলন থেকে মোঃ শরীফুল (হাত পাখা), নুর মোহাম্মদ (কাঁঠাল), আব্দুর রাজ্জাক (লাঙ্গল), এ্যাডভোকেট মিলন মন্ডলসহ পাঁচজন প্রার্থী রয়েছেন।
×