ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু ॥ নথি গায়েব

প্রকাশিত: ০৬:৪৯, ১৬ ডিসেম্বর ২০১৮

চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু ॥ নথি গায়েব

সংবাদদাতা, সৈয়দপুর, নীলফামারী, ১৫ ডিসেম্বর ॥ এতিম মাহফুজা (২৮)। বিয়ের দীর্ঘ সময় পর তার কোলে একটি পুত্রসন্তান এসেছে। এতে সমাজের সন্তান না হওয়ার গঞ্জনা থেকে মুক্তি পেয়েছে। তবে দেড় মাসের পুত্রসন্তানটি রেখে হঠাৎ চলে গেলেন পরপারে। এতে তার সন্তানকে কে দেখবে? কেই-বা করবে তার লালন। এ নিয়ে স্বজন আর বোনদের আহাজারি যেন থামছে না। তারা মানতেই পারছে না সদ্য মা হওয়া মাহফুজা (২৮) আর নেই। মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট নিয়ে সৈয়দপুর ১০০ শয্যার হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসারের (স্যাকমো) ভুল চিকিৎসায় মৃত্যু ঘটে মাহফুজার। এ নিয়ে শনিবার ভুল চিকিৎসা আর অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে বলে মৃত মাফুজার আত্মীয়রা নীলফামারী সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ করেছেন। জানা যায়, পৌর ১১ নং ওয়ার্ডের কুন্দল পূর্বপাড়ার মৃত মনজের আলীর সর্বকনিষ্ঠ মেয়ে মাহফুজা বেগম। ৭ বোন ও ৩ ভাইয়ের মধ্যে সবার চেয়ে সে ছোট। পারিবারিক নানা সমস্যার কারণে বাবার বাড়িতে দেড় মাস বয়সী পুত্রসন্তানকে নিয়ে বসবাস করত। ১১ ডিসেম্বর রাত ৯ টায় বুকের ব্যথা ও শ্বাসকষ্ট ওঠে। পরে পরিবারের সদস্যরা মিলে তাকে বাড়ির পাশে ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত জরুরী বিভাগের (উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার) চিকিৎসক মনোয়ার হোসেন মানিক শ্বাসকষ্টের চিকিৎসা দিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করান।
×