ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আমজাদ হোসেনের মরদেহ আসতে বিলম্ব হতে পারে

প্রকাশিত: ০৬:২৩, ১৬ ডিসেম্বর ২০১৮

আমজাদ হোসেনের মরদেহ আসতে বিলম্ব হতে পারে

স্টাফ রিপোর্টার ॥ চলচ্চিত্র নির্মাতা, গীতিকার ও চিত্রনাট্যকার, অভিনয়শিল্পী এবং লেখক আমজাদ হোসেনের মরদেহ দেশে আনার জন্য প্রস্তুতি চলছে। মরহুমের বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুলের স্ত্রী রাশেদা আক্তার লাজুক জানান, কিছু কাগজপত্রের ক্লিয়ারেন্সসহ আরও কাজ বাকি রয়েছে। তাই মরদেহ দেশে আনতে বিলম্ব হচ্ছে। এদিকে ব্যাঙ্ককে আজ রবিবার হলিডে এবং বাংলাদেশে বিজয় দিবসের ছুটি। তাই মরদেহ আনতে কিছুটা বিলম্ব হতে পারে। তবে সবকিছু দ্রুত করার চেষ্টা করছেন দোদুল। এখানে সবকিছু হয়ে গেলে দ্রুত ব্যাঙ্ককে রওনা করবে দোদুল। শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৭ মিনিটে ব্যাঙ্ককের বামরুনগ্রাদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমজাদ হোসেন। রাজধানীতে ৩৪ মাদক কারবারি আটক স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে মাদকসেবন ও বিক্রির দায়ে ৩৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি ওবায়দুর রহমান জানান, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডিএমপির ৫০টি থানা এলাকায় থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৬১৬১ ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম ৩৫০ পুরিয়া হেরোইন ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা দায়ের করা হয়েছে।
×