ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের সংবর্ধনা দেবেন ঢাকার দুই মেয়র

প্রকাশিত: ০৬:২৩, ১৬ ডিসেম্বর ২০১৮

মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের সংবর্ধনা দেবেন ঢাকার দুই মেয়র

স্টাফ রিপোর্টার ॥ মহান বিজয় দিবস উপলক্ষে জাতির বীর সন্তানদের সম্মানার্থে রাজধানীতে বসবাসকারী প্রায় ৩ হাজার মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা, সকল প্রকারের মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেবে ঢাকার দুই সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। দুই সিটির মেয়র তাদের এই সংবর্ধনা প্রদান করবেন। বীর মুক্তিযোদ্ধাদের প্রতিবছরের ন্যায় এ বছরও ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষের পক্ষ থেকে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা বর্তমান প্রজন্মের কাছে জাগ্রত করতে মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন রণাঙ্গনের নানা স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান, যুদ্ধকালীন কবিতা, গান ও নৃত্য পরিবেশন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
×