ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

৩শ’ আসনেই হামলা হয়েছে ॥ রিজভী

প্রকাশিত: ০৬:২৩, ১৬ ডিসেম্বর ২০১৮

৩শ’ আসনেই হামলা হয়েছে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের ৩০০ আসনেই বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। বিকেলে শাহজাহানপুরের বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, হামলা-মামলা দিয়ে বিএনপিকে নির্বাচন থেকে সরানো যাবে না। রিজভী বলেন, ধানের শীষের ১৫০ প্রার্থীর ওপর হামলা হয়েছে। পুলিশের উপস্থিতিতেই সারাদেশে বিএনপির প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের ওপর হামলা হচ্ছে। কোন এলাকায় বিএনপির প্রার্থীরা পোস্টার লাগাতে পারছে না। প্রচারের মাইক ভাংচুর করা হয়েছে, ছিনিয়ে নেয়া হয়েছে। চলছে গণগ্রেফতার। নির্বাচন কমিশনের (ইসি) কাছে এসব অভিযোগ করার পরও কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। অথচ এসবের দায় এড়ানোর কোন সুযোগ নেই ইসির। রিজভী বলেন, ইতোমধ্যে অনাচারের বিরুদ্ধে আওয়াজ উঠতে শুরু হয়েছে। সহিংসতার বিরুদ্ধে জনগণের প্রতিরোধ সংগঠিত হচ্ছে। যেখানেই গ্রেফতার ও হামলা সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। সরকারের জুলুমের কাছে জনগণ আত্মসমর্পণ করবে না। ৩০ ডিসেম্বরের নির্বাচন সকল শৃঙ্খল ভেঙ্গে জনগণ ভোট দিতে এগিয়ে যাবে। পরাজিত হবে অগণতান্ত্রিক শক্তি। ধ্বংস হবে একদলীয় দুঃশাসনের কারাগার। হামলা-মামলা দিয়ে বিএনপিকে নির্বাচন থেকে সরানো যাবে না- আব্বাস ॥ হামলা-মামলা দিয়ে বিএনপিকে জাতীয় সংসদ নির্বাচন থেকে সরানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার বিকেলে শাহজাহানপুরের বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। দুপুরে সেগুনবাগিচা এলাকায় তার নির্বাচনী প্রচারকালে সরকারী দলের লোকেরা হমলা করেছে অভিযোগ করে তিনি এর নিন্দা ও জড়িতদের বিরুদ্ধে শাস্তির দাবি জানান। মির্জা আব্বাস বলেন, নির্বাচনের পর কী হবে এই মুহূর্তে ভবিষ্যত বাণী করতে চাই না। সেগুনবাগিচার কাঁচাবাজারে নির্বাচনী প্রচার চালানোর সময় শাহবাগ থানা আওয়ামী লীগের নেতারাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়।
×