ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নির্বাচনী সহিংসতা

আওয়ামী লীগ অফিসে ককটেল, নেতাকর্মীদের ওপর হামলা

প্রকাশিত: ০৬:০৮, ১৬ ডিসেম্বর ২০১৮

আওয়ামী লীগ অফিসে ককটেল, নেতাকর্মীদের ওপর হামলা

জনকণ্ঠ ডেস্ক ॥ নির্বাচনী সহিংসতার অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে শুক্রবার রাত ও শনিবারে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলা, জাতীয় পতাকা মোড়ানো নৌকা প্রতীকে আগুন, আওয়ামী লীগের প্রচার মিছিলে গাড়ি তুলে দেয়া, আওয়ামী লীগের নির্বাচনী অফিসে ককটেল হামলা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বহু আওয়ামী লীগ নেতাকর্মী আহত হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের ওপরও হামলার অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় থানায় একাধিক মামলা হয়েছে। শুক্রবার রাতে শেরপুরের নকলায় আওয়ামী লীগের অন্তত চারটি নির্বাচনী কেন্দ্রে আগুন দেয় একদল দুর্বৃত্ত। এ ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। উভয় পক্ষের অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়। চট্টগ্রামের বোয়ালখালীতে শুক্রবার মধ্যরাতে জাতীয় পতাকায় মোড়ানো আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকায় আগুন দেয়া হয়। জামায়াত-বিএনপির লোকেরা এ কাজ করেছে বলে স্থানীয় আওয়ামী লীগ নেতারা অভিযোগ। ফরিদপুরে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নির্বাচনী কার্যালয় ও পাশের দুটি দোকার পুড়ে যায়। ভোলায় আওয়ামী লীগের নির্বাচনী প্রচার মিছিলে বিএনপি প্রার্থী মেজর (অব.) হাফিজের গাড়ি তুলে দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৬ জন আওয়ামী লীগ নেতাকর্মী আহত হয়। অপরদিকে বিএনপি কর্মীরা আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে মেজর হাফিজের গাড়ি ভাংচুরের অভিযোগ তুলেছে। ঝালকাঠীতে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে বিএনপি কর্মী-সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় এসআইসহ উভয় পক্ষের অন্তত সাত নেতাকর্মী আহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ করেছে দলটি। এসব ঘটনার জন্য বিএনপি স্থানীয় ছাত্রলীগকে দায়ী করেছে। অবশ্য ছাত্রলীগের দাবি দলীয় কোন্দলের কারণে বিএনপি কর্মীরাই এসব ঘটনা ঘটিয়েছে। এসব ঘটনায় বিএনপির চার কর্মী আহত হয়। পটুয়াখালী-৩ আসনে বিএনপি প্রার্থী গোলাম মাওলা রনির ব্যবহৃত গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে। রনির নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা মোঃ শাহজাহান খান এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে। ফরিদপুরের ভাঙ্গায় এক বিয়ে বাড়িতে হামলা, মারপিট ও গাড়ি ভাংচুরের ঘটনায় স্বতন্ত্র সাংসদসহ জড়িতদের বিচারের দাবিতে শুক্রবার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড় অবরোধ করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ ঘটনায় বর্তমান সংসদ সদস্য মজিবুর রহমানসহ ৫০ আসামির নামে মামলা হয়েছে। ভোলার লালমোহন ও তজুমদ্দিনে বিএনপির হেলমেটবাহিনী দফায় দফায় হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে আওয়ামী। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। মারধর করা হয় তিন সাংবাদিককে। নোয়াখালীতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়। এ সময় দুটি মোটরসাইকেলে আগুন ও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হয়। নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির নির্বাচনী শোডাউনের গাড়ি বহরে হামলার অভিযোগ করা হয়েছে। হামলায় মোটরসাইকেলসহ ১০টি গাড়ি ভাংচুর করা হয়। এ সময় আহত হয় ১৫ জন। খুলনায় ককটেল বিস্ফোরণে সোহরাব সরদার নামে এক আওয়ামী লীগ কর্মী আহত হয়েছেন। শনিবার রাতে আড়ংঘাটা থানাধীন আড়ংঘাটা বাজার সংলগ্ন পোদ্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত ৮টার দিকে কেএমপির আড়ংঘাটা থানাধীন আড়ংঘাটা বাজার সংলগ্ন পোদ্দারপাড়া গ্রামে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরণ হয়। এ সময় বিস্ফোরিত ককটেলের স্পিন্টার পায়ে লেগে আওয়ামী লীগ কর্মী সোহরাব সরদার আহত হন। ঘটনাস্থলের অদূরে খুলনা-৩ আসনের আওয়ামী প্রার্থী বেগম মন্নুজান সুফিয়ানের সমর্থনে গণসংযোগ চলছিল। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদ দাতার।
×