ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চিত্র উৎসব শেষ হলো

প্রকাশিত: ০৬:০৮, ১৬ ডিসেম্বর ২০১৮

স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চিত্র উৎসব শেষ হলো

স্টাফ রিপোর্টার ॥ পুরস্কার প্রদানের মাধ্যমে শিল্পকলা একাডেমি আয়োজিত বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব শেষ হলো শনিবার। রাজধানীসহ দেশের বাকি ৬৩টি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে শনিবার পর্যন্ত চলে আট দিনের এ উন্মুক্ত উৎসব। উৎসবে প্রদর্শিত হয়েছে ৪৮টি স্বল্পদৈর্ঘ্য এবং ২২টি প্রামাণ্যচিত্র মিলিয়ে মোট ৭০টি চলচ্চিত্র। বিচিত্র বিষয় ও ভাবনায় নির্মিত ছবিগুলো বিনা দর্শনীতে উপভোগ করেন দর্শকরা। শনিবার বিকেলে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় উৎসবের সমাপনী অনুষ্ঠান। পুরস্কার প্রদানের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী। বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. ফাহমিদুল হক। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির সচিব বদরুল আনম ভূঁইয়া। আয়োজনের শুরুতেই পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত। এর পর সদ্য প্রয়াত আলোকচিত্রী ও চিত্রগ্রাহক আনোয়ার হোসেনকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। সমাপনী অনুষ্ঠান শেষে ছিল পুরস্কার প্রদান। স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উভয় ক্ষেত্রে পৃথকভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা এবং বিশেষ জুরি পুরস্কার প্রদান করা হয়। স্বল্পদৈর্ঘ্য বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে স্বজন মাঝি ও অসীম সরকার পরিচালিত ‘গল্প-সংক্ষেপ’ এবং যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা নির্বাচিত হয়েছেন ‘ঘ্রাণ’ চলচ্চিত্রের জন্য এস এম কামরুল আহসান ও ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দী’র জন্য তাসমিয়াহ্্ আফরিন মৌ। প্রামাণ্য চলচ্চিত্র বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ব্রাত্য আমিনের ‘অপারেশন জ্যাকপট’ এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা নির্বাচিত হয়েছেন ‘পুতুল পুরাণ’ চলচ্চিত্রের জন্য ঝুমুর আসমা জুঁই।
×