ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ড. কামালই বাংলাদেশে নষ্ট রাজনীতির প্রবক্তা ॥ কাদের

প্রকাশিত: ০৬:০১, ১৬ ডিসেম্বর ২০১৮

ড. কামালই বাংলাদেশে নষ্ট রাজনীতির প্রবক্তা ॥ কাদের

নিজস্ব সংবাদদাতা, ফেনী, ১৫ ডিসেম্বর ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ড. কামাল পুরনো পাকিস্তানী ভাষা ‘খামোশ’ ব্যবহার করে তিনি তার স্বরূপ ঢাকতে পারেননি। তিনি নষ্ট রাজনীতির বিরুদ্ধে কথা বলেন। কিন্তু তিনিই বাংলাদেশে নষ্ট রাজনীতির প্রবক্তা, তার মুখে বেসামাল ভাষা, আইনশৃঙ্খলা অবনতির জন্য ঐক্যফ্রন্ট দায়ী। শনিবার দুপুরে ফেনীর দাগনভূঞা চৌরাস্তায় দাগনভূঞা-বসুরহাট সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। মন্ত্রী বলেন, নৌকার গণজোয়ার দেখে তারা বেসামাল হয়ে গেছে, ঐক্যফ্রন্ট দুর্বল হয়ে গেছে। খবর সৃষ্টি করার জন্য নিজেরা নিজেদের ওপর হামলা চালাচ্ছে। মন্ত্রী বলেন, আজকে সারাদেশে নৌকার গণজোয়ার দেখে ঐক্যফ্রন্ট নেতারা বেসামাল হয়ে পড়েছেন এবং তারা বেপরোয়া ড্রাইভারের গাড়ি চালানোর আচরণ করছেন। ড. কামাল হোসেনও বেপরোয়া আচরণ শুরু করেছেন, ভাবতেও অবাক লাগে। তিনি এত নিচে নামতে পারেন। এখন দেশে নৌকার গণজোয়ার। ধানের শীষের পক্ষে জনগণ নেই। ধানের শীষে এখন গণভাটা। তারা আইনশৃঙ্খলার অবনতির জন্য মরিয়া হয়ে উঠেছেন। তাদের হামলায় নোয়াখালী ও ফরিদপুরে আমাদের ২ জন খুন হয়েছে। তিনি মির্জা ফখরুলকে আহ্বান জানান যেন তার সঙ্গে এসে দাঁড়ান, তখন প্রমাণ হবে কার কত জনপ্রিয়তা। বিএনপি ঐক্যফ্রন্ট নেতাদের প্রতি জনসমর্থন না থাকায় তাদের ভাষা উগ্র হয়ে গেছে। এরপর মন্ত্রী তার নির্বাচনী এলাকা নোয়াখালীর বসুরহাটে চলে যান। ‘আমি কারো শত্রু নই, প্রতিশোধও নেব না’- ওবায়দুল কাদের ॥ নিজস্ব সংবাদদাতা নোয়াখালী থেকে জানান, ওবায়দুল কাদের শনিবার নোয়াখালীর কোম্পানীগঞ্জে বলেছেন, আমি কারও শত্রু নই। সুতরাং আমি কোন প্রতিশোধও নেব না। ২০০১ পরবর্তী সময়ে আমার দলের নেতাকর্মীদের ওপর যে অন্যায় অত্যাচার হয়েছিল আমি তা ভুলে গেছি। আমি সকলের সঙ্গে মিলে মিশে এলাকার উন্নয়নে কাজ করতে চাই। এ এলাকার দলমত সকল শ্রেণী পেশার মানুষ আমার বন্ধু। কথাগুলো বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৫ আসন থেকে আ’লীগ দলীয় প্রার্থী ওবায়দুল কাদের। তিনি শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৫নং চরফকিরা ও ৮নং চরএলাহী ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ করার সময় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে এ কথাগুলো বলেন। ওবায়দুল কাদের বলেন, গত ১০ বছরে আমি এ অঞ্চলের ব্যাপক উন্নয়ন করেছি। ভবিষ্যতে আমাকে নির্বাচিত করলে আরও উন্নয়ন হবে। যা সারাদেশে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। আমি আপনাদের সন্তান। আপনাদের উন্নয়ন করাই আমার রাজনীতির মূল। আপনাদের সুখে দুঃখে আমি পাশে থাকতে চাই। এ সময় ওবায়দুল কাদের তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদের সমালোচনা করে বলেন, তিনি অনেক বছর ক্ষমতায় ছিলেন কিন্তু এলাকার উন্নয়নে কোন ভূমিকা রাখতে পারেননি। ভোট চুরি করে ক্ষমতায় এসে নিজের অবস্থার উন্নতি করেছেন। আর আপনারা অবহেলার শিকার হয়েছেন। তিনি সাধারণ মানুষের উদ্দেশে বলেন, আপনারা আপনাদের পছন্দের দল করুন। আমার কোন আপত্তি নেই। কোন বাধাও নেই। কিন্তু ভোট দেয়ার সময় ভেবে চিন্তে দিবেন। যে লোক কাজ করে তাকেই ভোট দিবেন। ওবায়দুল কাদের বলেন, কেউ জোর করে ভোট নিবে না। আপনারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন। কারও প্ররোচণায় আপনারা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে ভোটের পরিবেশ নষ্ট করবেন না।
×