ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কেরানীগঞ্জে জমি অধিগ্রহণের প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৫:৩৩, ১৫ ডিসেম্বর ২০১৮

 কেরানীগঞ্জে জমি অধিগ্রহণের প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১৪ ডিসেম্বর ॥ উপজেলার শাক্তা ইউনিয়নের মধ্যেরচর এলাকার মধ্যেরচর ও ঘাটারচর মৌজায় শুক্রবার সকালে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নামে ভূমি অধিগ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদে ওই দুই মৌজার ভূমির মালিকেরা মানববন্ধন ও বিক্ষোভ করেছে। বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও মধ্যেরচর এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, ২০১৫ সালে মধ্যেরচর মৌজায় সাড়ে ৪ কাঠা জমি কিনেছি। এ জমি ছাড়া আমার আর কোন সম্বল নেই। এছাড়াও মধ্যেরচরের বিভিন্ন জমির মালিকেরা এই অধিগ্রহণের একাধিক প্রতিবাদ করেছে। ঘাটারচর এলাকার ব্যবসায়ী আবুল হোসেন (৬০) বলেন, ঘাটারচর ও মধ্যেরচর এলাকায় আমার কেনা ২৩ কাঠা জমি এবং আমার স্ত্রী তাহিদা হোসেনের নামে ৪ কাঠা জমি রয়েছে। আমাদের জমিগুলো সরকার অধিগ্রহণ করলে আমাদের রাস্তায় নামা ছাড়া কোন উপায় থাকবে না। তারা আরও বলেন, সরকার যদি এই জমি অধিগ্রহণ করে তাহলে আমাদের এলাকায় থাকা বা বসতি করা কঠিন হয়ে যাবে। মধ্যেরচর এলাকার গৃহবধূ তানজিলা আক্তার বলেন, ২০১৩ সালে আমার বাবা মায়ের ভিটা বিক্রি করে এখানে সাড়ে ৪ কাঠা জমি কিনেছি। তখন এ জমি প্রতি কাঠা দাম ছিলো ১২ লাখ টাকা। এখন এ জমির কাঠা প্রতি বর্তমান মূল্য হচ্ছে প্রতি কাঠা প্রায় ৪০ লাখ টাকা। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নামে সরকার আমাদের জমি অধিগ্রহণ করলে আমরা ছেলে মেয়ে নিয়ে পথে বসব। সরকারের উচিত আমাদের এলাকায় জমি অধিগ্রহণের সিদ্ধান্ত পরিবর্তন করে অন্যত্র জমি অধিগ্রহণ করা।
×