ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলা একাডেমির আলোচনা সভা

বুদ্ধিজীবীরা হচ্ছেন সমাজের আত্মার কারিগর

প্রকাশিত: ০৫:৩২, ১৫ ডিসেম্বর ২০১৮

 বুদ্ধিজীবীরা হচ্ছেন সমাজের আত্মার কারিগর

স্টাফ রিপোর্টার ॥ পুরো পাকিস্তান আমলজুড়ে আমাদের বুদ্ধিজীবীদের মেধা ও শ্রমে বাঙালী জাতীয়তাবাদী চিন্তার বিকাশ ঘটেছে। বাংলা ভাষা ও সাহিত্য এবং বাঙালী সংস্কৃতি একটি জনগোষ্ঠীকে সাম্প্রদায়িক ভাবাদর্শ থেকে ধর্মনিরপেক্ষ মানবতাবাদী চেতনার দিকে ধাবিত করেছে। ভাষা আন্দোলন, রবীন্দ্র জন্মশতবর্ষ উদ্যাপন, গণতন্ত্রের জন্য সংগ্রাম-সবকিছুতেই বাঙালী বুদ্ধিজীবীরা ছিলেন অগ্রভাগে। একাত্তরে তাই এ দেশের কৃতী বুদ্ধিজীবীরা পাক হানাদারবাহিনী এবং তাদের দোসরদের বর্বরতা ও নৃশংসতার স্বীকার হয়েছেন। শুক্রবার শহীদ বুদ্ধিজীবী দিবসে বাংলা একাডেমি আয়োজিত ‘বুদ্ধিজীবীর দায়’ শীর্ষক একক বক্তৃতায় এসব কথা বলেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। তিনি আরও বলেন, বুদ্ধিজীবীদের রক্তের ওপর দাঁড়ানো বাংলাদেশে আমরা আজ স্বাধীন বুদ্ধিজীবীদের নিদারুণ অভাব অনুভব করি। সংকীর্ণ ব্যক্তিস্বার্থ যখন প্রধান হয়ে উঠে তখন কোন বুদ্ধিজীবীর পক্ষেই স্বাধীন ও সৎ অবস্থান গ্রহণ সম্ভব হয় না। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাকলগ্নে দাঁড়িয়ে আমরা দেশ ও জাতির স্বার্থে সর্বক্ষেত্রে আমাদের বুদ্ধিজীবীদের দায়বদ্ধ ও সাহসী ভূমিকা প্রত্যাশা করি। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচী গ্রহণ করে বাংলা একাডেমি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ বুদ্ধিজীবী সমাধিস্থল, মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বিকেলে একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে বুদ্ধিজীবীর দায় শীর্ষক একক বক্তৃতা দেন রামেন্দু মজুমদার। স্বাগত বক্তব্য দেন একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন কবি আসাদ চৌধুরী।
×