ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তৃতীয় শক্তির দিকে সিইসির ইঙ্গিত অশুভ ॥ রিজভী

প্রকাশিত: ০৫:৩২, ১৫ ডিসেম্বর ২০১৮

 তৃতীয় শক্তির দিকে  সিইসির ইঙ্গিত  অশুভ ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ তৃতীয় শক্তির দিকে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ইঙ্গিত অশুভ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, নির্বাচনকে ঘিরে সহিংসতা বন্ধ করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সেনাবাহিনী মোতায়েন করতে পারতেন। কিন্তু তা না করে তিনি তৃতীয় শক্তির ওপর দায় চাপিয়েছেন। সমস্যার সমাধান না করে বা এর দায় না নিয়ে তৃতীয় শক্তির কথা বলা রহস্যজনক। রিজভী বলেন, দেশের পুলিশ ও নির্বাচন কমিশন (ইসি) এখন সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে। আমরা রাষ্ট্রের সর্বোচ্চ দুটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানকে লিখিত ও মৌখিক অবহিত করার পরও কোন ব্যবস্থা নেয়া হয়নি। ইসি যদি সহিংসতা না চায় তাহলে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হোক। দলের নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সমর্থকদের হামলা থেকে রক্ষা পেতে আইনশৃঙ্খলা বাহিনীর কোন সহায়তা না পাওয়ায় নিজেদেরই আত্মরক্ষা করতে হবে। আমাদের ওপর হামলা হবে আর আমরা বসে থাকব, এটা হতে পারে না। তিনি বলেন, আমাদের নির্বাচনী প্রচারে একের পর এক হামলা চালানো হচ্ছে। আওয়ামী লীগ সমর্থকদের হাত থেকে রক্ষা পাচ্ছে না নারীরাও। কক্সবাজার ও ঢাকায় নারী প্রার্থীর ওপর হামলা করা হয়েছে। সারাদেশে পুলিশ গায়েবি মামলা রুজু, হামলা ও গ্রেফতার অব্যাহত রেখেছে। রিজভী অভিযোগ করেন, মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে ফেরার পথে ড. কামাল হোসেনের গাড়িতে সরকারের নির্দশে হামলা হয়েছে। আমরা এ হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। রিজভী বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মামলায় ফরমায়েশি রায়ের মাধ্যমে সাজা দিয়ে এবং জাতীয় ঐক্যফ্রন্টের কোন দাবি না মেনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
×