ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উন্নয়নের সুস্পষ্ট অঙ্গীকার চায় রংপুরের তরুণ ভোটাররা

প্রকাশিত: ০৫:২৩, ১৫ ডিসেম্বর ২০১৮

 উন্নয়নের সুস্পষ্ট অঙ্গীকার চায় রংপুরের তরুণ ভোটাররা

স্টাফ রিপোর্টার ॥ উন্নয়নের সুস্পষ্ট অঙ্গীকার না করলে প্রার্থীকে ‘বৈরি’ ঘোষণা ও তার বিরুদ্ধে জনমত গঠনের হুঁশিয়ারি দিয়েছেন রংপুরের তরুণ ভোটাররা। প্রতিবার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হলেও পরে কেউ আর মনে রাখেন না। তাই এবার খানিকটা কঠোর হওয়ার কথা বলছেন তারা। প্রতীক পেয়েই রংপুরের ছয় আসনে ভোট যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন ৪৩ প্রার্থী। নৌকা, ধানের শীষ, লাঙ্গলসহ নিবন্ধিত দলগুলোর দলীয় প্রতীকে ৪০ জন, আর এর বাইরে স্বতন্ত্র তিন প্রার্থী নিজের প্রতীকে ভোট চাইছেন। দেশের প্রধান দুই দল ইশতেহারের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। কিন্তু সেখানে সবই জাতীয় উন্নয়ন, জাতীয় প্রবৃদ্ধি। স্থানীয় বা আঞ্চলিক উন্নয়ন উপেক্ষিত। যা নিয়ে অসন্তোষ বরাবরের মতোই। এবার খানিকটা হার্ডলাইনে তরুণরা। উন্নয়নের সুস্পষ্ট অঙ্গীকার না থাকা প্রার্থীকে ‘উন্নয়নের বৈরি’ হিসেবে তার বিরুদ্ধে জনমত গঠনের হুঁশিয়ারি তরুণদের। রংপুর সমাজ পরিবর্তন ও উন্নয়ন ফোরাম সভাপতি এসএম পিয়াল বলেন, আমরা নতুন ভোটারদের মাঝে তাদের বিরুদ্ধে জনমত তৈরি করব। আমরা এখানে আগেও দেখেছি রংপুর থেকে সংসদ সদস্য হয়েছেন, তাই তারা আগে উন্নয়নের কথা বললেও পরে আর কিছুই হয়নি। গার্মেন্টস ও কৃষিভিত্তিক শিল্পাঞ্চল প্রতিষ্ঠা, পাইপলাইনে গ্যাস সরবরাহ, দ্রুত অর্থনৈতিক অঞ্চল, আইটিপার্ক প্রতিষ্ঠা ও রেল যোগাযোগ আধুনিকায়নসহ উচ্চারিত হচ্ছে উন্নয়নের দাবিগুলো।
×