ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরের কারাদন্ড

প্রকাশিত: ০৫:১৬, ১৫ ডিসেম্বর ২০১৮

বরের কারাদন্ড

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বীরগঞ্জে বাল্যবিয়ে করতে গেলে বরকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে কনেসহ পালিয়ে যায় অন্যান্য লোকজন। জানা যায়, বৃহস্পতিবার বিয়ে বাড়িতে উৎসবে মেতেছিল কনের বাড়ির লোকজন। বিয়ের আনুষ্ঠানিকতার শুরুতেই খাবার পরিবেশন করা হয়। ঠিক সেই মুহূর্তে কনের বয়স বিয়ের উপযুক্ত নয় এমন অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়ামিন হোসেন পুলিশ নিয়ে হাজির হন বিয়ের অনুষ্ঠানে। পুলিশ দেখে খাবার রেখে কনেসহ পালিয়ে যায় দুই পরিবারের লোকজন। তবে বর পালিয়ে যেতে পারেনি। তাকে আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ম্যাজিস্ট্রেট বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভোগনগর ইউনিয়নের এলাইগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
×