ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে থ্রি-হুইলার উল্টে চালক নিহত

প্রকাশিত: ০৫:১২, ১৫ ডিসেম্বর ২০১৮

 বরিশালে থ্রি-হুইলার  উল্টে চালক  নিহত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ রাস্তা পারাপাররত পথচারীকে বাঁচাতে গিয়ে মাহিন্দ্রা (থ্রি-হুইলার) উল্টে চালক আসিফ সরদার (৩০) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল আটটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী পৌর এলাকার কাছেমাবাদ লালপুল নামক এলাকায়। নারায়ণগঞ্জে চালক স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্করোডের ফতুল্লার চাঁনমারী এলাকায় একটি যাত্রীবাহী বাস একটি রিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোজাম্মেল হক (৫৫) নামে ওই রিক্সাচালক নিহত হয়। ঘটনার পর পর উত্তেজিত জনতা বাসটি আটক করে ভাংচুর করে। নাটোরে গৃহবধূ নিজস্ব সংবাদদাতা নাটোর থেকে জানান, বড়াইগ্রামে থানার মোড় এলাকায় গৃহবধূ খুশি বেগম নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত খুশি বেগম একই এলাকার আনিসুর রহমানের স্ত্রী। সকালে ধান শুকানোর কাজ করতে যাওয়ার সময় দ্রুতগতির কোন গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, শুক্রবার ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার চান্দুরায় কাভার্ড ভ্যানের চাপায় জনি (৭) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। নিহত জনি চান্দুরা ইউনিয়নের ইব্রাহীমপুর গ্রামের ভুট্টু মিয়ার ছেলে। সে গ্রামের একটি কিন্ডারগার্টেনে প্রথম শ্রেণীতে পড়ত।
×