ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা

প্রকাশিত: ০৫:১০, ১৫ ডিসেম্বর ২০১৮

 চট্টগ্রামে ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা

হাসান নাসির, চট্টগ্রাম অফিস ॥ নির্বাচন সন্নিকটে, সময় খুবই কম। সে কারণেই প্রতিটি দিনের সর্বোচ্চ ব্যবহারে ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রামের ১৬টি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এক্ষেত্রে এগিয়ে রয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ধানের শীষের প্রচার শহরের আসনগুলোর মতো অতটা দৃশ্যমান নয় উপজেলা পর্যায়ে। তবে প্রতিদিনই বাড়ছে পোস্টার ও ব্যানার। চলছে প্রতীক ও প্রার্থীর জন্য ভোট চেয়ে মাইকে প্রচার। এবার প্রার্থীরা শোডাউন করার চেয়ে বেশি মনোযোগী বাড়ি বাড়ি এবং অলিগলিতে গিয়ে ভোটারদের সঙ্গে ব্যক্তিগত সংযোগ স্থাপন কাজে। শুক্রবার ছিল ভিন্ন কৌশলের একটি দিন। প্রার্থী ও নেতারা একেক মসজিদে জুমার নামাজ আদায় করতে গিয়ে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনের আওয়ামী লীগ প্রার্থী ডাঃ আফসারুল আমীনের গণসংযোগে যোগ দিয়েছেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। শুক্রবার সকালে তারা স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালান নগরীর বউ বাজার, ঈদগা, রামপুর, আমতল ও সংলগ্ন এলাকায়। প্রচারকালে তারা ভোটারদের কাছে প্রচারপত্র বিলি করেন, যাতে রয়েছে বর্তমান সরকারের সময়ে পরিচালিত নানা উন্নয়ন কর্মকা-ের চিত্র। গণসংযোগ চলাকালে কর্মী সমর্থকদের কণ্ঠে ছিল নৌকা নৌকা স্লোগান। মেয়র আ জ ম নাছির ও প্রার্থী ডাঃ আফসারুল আমীন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকারকে ভোট দিয়ে আবারও রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করার আহ্বান জানান। তারা বলেন, বিএনপি ক্ষমতায় এলে চলমান উন্নয়ন প্রকল্পগুলো বন্ধ করে দিতে পারে। উন্নয়নের স্বার্থেই নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে। প্রতিদ্বন্দ্বী প্রতীকের প্রার্থী আবদুল্লাহ আল নোমানও গণসংযোগ করেন তার নির্বাচনী এলাকায়। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ভোটারদের প্রতি আবেদন ছিল তাদের পক্ষ থেকে। চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনের আওয়ামী প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল এদিনও ব্যস্ত সময় কাটান সংযোগে। কর্মী সমর্থকদের নিয়ে তিনি চষে বেড়ান নির্বাচনী এলাকায়। এ আসনে ধানের শীষ প্রার্থী ডাঃ শাহাদাত হোসেন একাধিক মামলার আসামি হয়ে বর্তমানে কারাগারে। তার পক্ষে গণসংযোগ করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তারা ব্যালটের মাধ্যমে কারাবন্দী প্রার্থীর প্রতি সমর্থন ব্যক্ত করার আহ্বান জানান ভোটারদের কাছে। চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের আওয়ামী লীগ প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী শুক্রবার গণসংযোগ করেন উপজেলার বাগুয়ান ইউনিয়নে। তিনি উন্নয়নের জোয়ার অব্যাহত রাখতে এ বিজয়ের মাসে নৌকা প্রতীককে বিজয়ী করতে ভোটারদের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, নৌকায় ভোট দিয়ে আমরা এদেশের স্বাধীনতা পেয়েছি। আগামী নির্বাচনে দেশের অগ্রগতি অব্যাহত রাখতে সেই নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। তিনি বাগুয়ান ইউনিয়নে ইয়ং ইঞ্জিনিয়ার্স ফোরাম কেন্দ্রীয় কমিটি আয়োজিত নির্বাচনী এলাকায় সরকারের উন্নয়নমূলক তথ্যচিত্র প্রদর্শন ও গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাউজান উপজেলায় যেসব উন্নয়ন কাজের পরিকল্পনা হাতে নিয়েছিলাম সেগুলোর সফল ও বাস্তবায়নের লক্ষ্যে আমি আপনাদের পাশে থেকে রাউজানকে দেশের উন্নত একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। গণসংযোগে তার সঙ্গে ছিলেন বাগুয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভুপেষ বড়ুয়া, পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার সোহেল, চুয়েট ছাত্রলীগ নেতা ইমাম বাকের, প্রকৌশলী মাহবুবুল করিম নাহিদ, নোমান চৌধুরী, প্রকৌশলী আসিফ ইকবাল, নন্দা চাকমা, শুভ বড়ুয়া, মোহাম্মদ সোহেল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার যুগ্ম সম্পাদক শহীদ চৌধুরী সাজু প্রমুখ।
×