ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে অশোক গেহলটের ওপরই আস্থা রাখলেন রাহুল

প্রকাশিত: ০৪:৪৩, ১৫ ডিসেম্বর ২০১৮

 রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে অশোক গেহলটের ওপরই আস্থা রাখলেন রাহুল

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের পাঁচ রাজ্যে সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বড় ধরনের সাফল্যের পর বিরোধী দল কংগ্রেস রাজ্যগুলোতে সরকার গঠন করতে শুরু করেছে। অনেক দরকষাকষির দেশটির অন্যতম গো-রাজ্য হিসেবে পরিচিত রাজস্থানে অশোক গেহলটকে মুখ্যমন্ত্রী ও শচিন পাইলটকে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা দিয়েছে কংগ্রেস। অপরদিকে কমলনাথকে মধ্যপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী বানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শুক্রবার রাহুল গান্ধীর এক ঘনিষ্ঠ সহযোগী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি অনলাইনের।
×