ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজধানীতে আদম ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৪:৪২, ১৫ ডিসেম্বর ২০১৮

 রাজধানীতে আদম ব্যবসায়ীকে কুপিয়ে  হত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর সবুজবাগে নিজ ফ্ল্যাটে এক আদম ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এদিকে আগারগাঁওয়ে কভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর সবুজবাগে এক ফ্ল্যাটে আব্দুল্লাহ আল মাহমুদ (৪৩) নামে এক আদম ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, লেনদেন সংক্রান্ত বিরোধিতার জের ধরে নিজ ফ্ল্যাটে তাকে কুপিয়ে খুন করা হতে পারে। এদিকে শুক্রবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে হাসপাতাল ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে পুলিশ সবুজবাগ থানাধীন উত্তর বাসাবোর একটি ফ্ল্যাটের ৬ তলা থেকে আব্দুল্লাহ আল মাহমুদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। পরে তার লাশের ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে ঢামেক মর্গে পাঠায়। সবুজবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস ফকির জানান, আব্দুল্লাহ আল মাহমুদ জনশক্তি রফতানির ব্যবসা করতেন। বৃহস্পতিবার গভীর রাতে উত্তর বাসাবোর নিজ ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওসি জানান, কে বা কারা তাকে বুকে কাঁচি দিয়ে আঘাত করে হত্যা করেছে। তিনি জানান, ওই ব্যক্তি ফ্ল্যাটে একা থাকতেন। লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে ওসি আব্দুল কুদ্দুস ফকির জানান। সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু ॥ রাজধানী আগারগাঁওয়ে কভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধুর মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছেন তায়েবুল ইসলাম রাশেদ (৩০) ও মোঃ শাকিব (২৯)। তাদের গ্রামের বাড়ি বরিশালে। ঘটনার পর পুলিশ ঘাতক কভার্ডভ্যান চালক মনির হোসেনকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।
×