ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আটক দ্বিতীয় কানাডীয় নাগরিকের বিরুদ্ধে তদন্ত চলছে ॥ চীন

প্রকাশিত: ০৪:২০, ১৫ ডিসেম্বর ২০১৮

 আটক দ্বিতীয় কানাডীয় নাগরিকের বিরুদ্ধে তদন্ত চলছে ॥ চীন

রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করার সন্দেহে দ্বিতীয় কানাডীয় নাগরিক ব্যবসায়ী মাইকেল স্পেভরের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছে চীন। বৃহস্পতিবার চীন এ কথা ঘোষণা করে সাবেক কানাডীয় কূটনীতিক মাইকেল কভরিগের সঙ্গে সঙ্গে মাইকেল স্পেভর আটক হওয়ার বিষয়টিও নিশ্চিত করল। উত্তর কোরিয়া সীমান্ত সংলগ্ন চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় ড্যাংডং শহরের রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যুরো স্পেভরের বিরুদ্ধে ১০ ডিসেম্বর থেকে তদন্ত চালাচ্ছে। লিয়াওনিং প্রাদেশিক সরকারের একটি নিউজ সাইটের এক কর্মকর্তা একথা জানিয়েছেন। এ বিষয়ে সাইটটি বিস্তারিত আর কিছু জানায়নি। চীন সোমবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপে কাজ করা মাইকেল কভরিগকে আটক করার পর স্পেভর সম্পর্কে এ তদন্তের কথা জানাল। -ইয়াহু নিউজ
×