ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্ট্রাসবুর্গে হামলাকারী পুলিশের গুলিতে নিহত

প্রকাশিত: ০৪:১৮, ১৫ ডিসেম্বর ২০১৮

 স্ট্রাসবুর্গে হামলাকারী পুলিশের গুলিতে  নিহত

ফ্রান্সের স্ট্রাসবুর্গে ক্রিসমাস মার্কেটের কাছে সন্ত্রাসী হামলার সন্দেহভাজন বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্ট্রাসবুর্গের রাস্তায় পুলিশের একটি ইউনিটের সঙ্গে গোলাগুলির এক পর্যায়ে ২৯ বছর বয়সী শেরিফ শিকাটের মৃত্যু হয়। এ বন্দুকধারীই প্রথম পুলিশের দিকে গুলি ছুড়েছিল বলেও জানিয়েছে তারা। মঙ্গলবার প্লেস ক্লিভের ক্রিসমাস মার্কেটের কাছে সন্ত্রাসী হামলার পর থেকেই সন্দেহভাজন এ যুবককে ধরতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর শত শত সদস্যের অভিযান চলছিল। বিবিসি। শিকাটের বিরুদ্ধে ফ্রান্স, সুইজারল্যান্ড ও জার্মানিতে চুরিসহ বেশকিছু ছোটখাটো অপরাধের অভিযোগ রয়েছে। জেলে থাকা অবস্থাতেই তিনি উগ্রবাদে দীক্ষিত হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। ফরাসী সন্ত্রাসবাদবিরোধী কৌঁসুলি রেমি হেইৎজ জানান, মঙ্গলবারের হামলার সময়ও এ যুবক ‘অল্লাহু আকবর’ বলে চিৎকার করেছিলেন। বন্দুক ও ছুরি হাতে থাকা শিকাট পরে এক ট্যাক্সিচালককে জিম্মি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পথে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গেও এক দফা গোলাগুলি হয় তার। সে সময় তার বাহুতে গুলি লাগে বলেও ধারণা করা হচ্ছে। শিকাটের নির্দেশে ট্যাক্সিচালক পরে তাকে ন্যুডর্ফ থানার কাছে নামিয়ে দিলে সেখানে পুলিশের দিকে গুলি ছুড়ে ফের পালান এ যুবক।
×