ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্বর্ণ আমদানিতে শুল্ক কমছে

প্রকাশিত: ০৫:২৭, ১৪ ডিসেম্বর ২০১৮

 স্বর্ণ আমদানিতে  শুল্ক কমছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ স্বর্ণ আমদানিতে শুল্ক কমানো হচ্ছে। একই সঙ্গে ভরিতে এক হাজার টাকা করে দিয়ে অবৈধ স্বর্ণ বৈধ করারও সুযোগ দেয়া হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর নতুন এ শুল্ক-কর নির্দেশনা জারির পদক্ষেপ নিয়েছে। এনবিআর সূত্র জানায়, জুয়েলারি মালিকদের কাছে থাকা স্বর্ণ মূলধারায় আনতে তাদের স্বর্ণের উৎস চাওয়া হবে না। তারা প্রতি ভরিতে মাত্র ১ হাজার টাকা করে শুল্ক দিয়ে যেকোন উৎসের স্বর্ণ বৈধ করতে পারবেন। পাশাপাশি শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ আমদানি ঠেকাতে বিদ্যমান ভরি প্রতি ৩ হাজার টাকা কমিয়ে ২ হাজার টাকা করা হচ্ছে। এর ফলে স্বর্ণ আমদানিতে খরচ কমবে আমদানিকারক ও জুয়েলারি মালিকদের। মূলত শুল্ক দিয়ে বৈধপথে স্বর্ণ আমদানি উৎসাহিত করতেই এনবিআরের এমন পদক্ষেপ বলে জানান সংশ্লিষ্টরা। সহসাই এ বিষয়ে পরিপত্র জারি হতে পারে বলে এনিবআর সূত্র জানায়।
×