ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লুনা ও রশিদের মনোনয়ন হাইকোর্টে স্থগিত

প্রকাশিত: ০৫:০১, ১৪ ডিসেম্বর ২০১৮

 লুনা ও রশিদের মনোনয়ন  হাইকোর্টে স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাতের মনোনয়নপত্র স্থগিত করেছে হাইকোর্ট। অন্যদিকে ঢাকা-৪ (শ্যামপুর কদমতলী) আসনে স্বতন্ত্র প্রার্থী ড. মোঃ আওলাদ হোসেনের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট। এর ফলে প্রার্থী হতে তার আর কোন বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী। বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেন। অন্যদিকে মৌলভীবাজার-২ (কুলাউড়া) সংসদীয় আসনে মহাজোটের মনোনীত প্রার্থী বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য এম এম শাহীনের মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। তথ্য গোপন করার অভিযোগে তার মনোনয়নপত্র বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন মৌলভীবাজার-২ আসনের ভোটার ও সাবেক মেয়র কামাল উদ্দিন আহমেদ।
×