ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চোরাই স্বর্ণ উদ্ধার দাবিতে স্মারকলিপি

প্রকাশিত: ০৪:২০, ১৪ ডিসেম্বর ২০১৮

 চোরাই স্বর্ণ উদ্ধার দাবিতে স্মারকলিপি

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৩ ডিসেম্বর ॥ শহরের রুমি জুয়েলার্স থেকে স্বর্ণ চুরির ঘটনা প্রায় দেড় মাস পেরিয়ে গেলেও চুরি যাওয়া ২ কোটি ৭৯ লাখ টাকা মূল্যের ৫৯২ ভরি সোনা উদ্ধার বা চুরির সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। শহরের বুকে এমন লোমহর্ষক চুরির ঘটনার কোন কিনারা করতে না পারায় শহরের ব্যবসায়ীমহল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ জুয়েলারি সমিতিসহ (বাজুস) শহরের ২২টি ব্যবসায়ী সংগঠন প্রতিকার চেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সদর থানার অফিসার ইনচার্জকে স্মারকলিপি প্রদান করেছে। স্মারকলিপিতে আগামী ১০ দিনের মধ্যে পুলিশ চুরি যাওয়া সোনা উদ্ধার এবং চোর গ্রেফতার করতে না পারলে প্রতিটি স্বর্ণের দোকান, বাস-ট্রাক, চালকলসহ ২২টি ব্যবসায়ী সংগঠন তাদের নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার মধ্য দিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।
×