ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে অপহৃত গৃহবধূকে গাজীপুর থেকে উদ্ধার

প্রকাশিত: ০৮:৫২, ১৩ ডিসেম্বর ২০১৮

রাজশাহীতে অপহৃত গৃহবধূকে গাজীপুর থেকে উদ্ধার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ মুক্তিপণের দাবিতে রাজশাহী থেকে অপহৃত এক গৃহবধূকে ১৫ দিন পর বুধবার গাজীপুর থেকে উদ্ধার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। এ ঘটনায় মূল অপহরণকারীকে আটক করা হয়েছে। তার নাম মোঃ রুবেল হোসেন (৩০)। সে গাজীপুর সিটি কর্পোরেশনের ধীরাশ্রম এলাকার মোঃ জালাল উদ্দিনের ছেলে। রুবেল পেশায় একজন গার্মেন্টস কর্মী। র‌্যাব-১-এর স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, পূর্ব পরিচয়ের সূত্র ধরে রাজশাহী জেলার দুর্গাপুর এলাকার মোঃ সোহরাব আলীর স্ত্রী রওশন আরা বেগমকে (৩৭) গত ২৭ নবেম্বর অপহরণ করে গাজীপুরে নিয়ে আসা হয়। পরদিন অপহরণকারীরা মোবাইল ফোনে অপহৃতের ভাইয়ের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অন্যথায় হত্যার হুমকি দেয়। এ ঘটনায় সোহরাব বাদী হয়ে দুর্গাপুর থানায় সাধারণ ডায়েরি করেন। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১-এর স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে র‌্যাব-১ এর সদস্যরা গাজীপুরের কালিয়াকৈর থানাধীন মৌচাক এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় একটি বিকাশের দোকান থেকে মূল অপহরণকারী রুবেল হোসেনকে আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় মৌচাক উকিল টাওয়ারের ৫ম তলার একটি কক্ষ থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়।
×