ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নাজিব ও ওয়ানএমডিবির সাবেক প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের

প্রকাশিত: ০৬:৪৫, ১৩ ডিসেম্বর ২০১৮

 নাজিব ও ওয়ানএমডিবির সাবেক প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদের (ওয়ানএমডিবি) সাবেক প্রধান আরুল কান্দার বিরুদ্ধে বুধবার আগের সরকারের রাষ্ট্রায়ত্ত তহবিলের একটি অডিট পরিবর্তনের অভিযোগ আনা হয়েছে। যাতে সরকারের শীর্ষ স্থানীদের সহায়তা করা সহজ হয়। খবর এএফপির। অভিযোগে বলা হয়, ওয়ানএমডিবি থেকে কয়েক কোটি ডলার নিয়ে সুপার ইয়ট, শিল্পকর্মসহ বিবিধ সামগ্রী কেনা হয়েছে। যার ফলে নাজিবের দীর্ঘমেয়াদী শাসনতন্ত্রের বিরুদ্ধে ভোটারদের ক্ষুব্ধ করেছে। যেজন্য মে মাসের নির্বাচনে নাজিব পরাজিত হন। ক্ষমতা হারানোর পর এ নিয়ে নাজিবের বিরুদ্ধে এ পর্যন্ত সর্বমোট ৩৯টি অভিযোগ দায়ের করা হলো। যার অধিকাংশই তার ওয়ানএমডিবিতে অর্থ লোপাটের ভূমিকার সঙ্গে সম্পর্কযুক্ত। পূর্ববর্তী প্রশাসনের সঙ্গে সম্পর্কযুক্ত থাকায় আরুলকেও আদালতে হাজির করা হয়। সর্বশেষ অভিযোগে দাবি করা হয়েছে যে, সরকারী কর্মকর্তাদের এক অডিট কমিটিকে নাজিব নির্দেশ দেন ওয়ানএমডিবির প্রতিবেদন পরিবর্তন করতে। যা ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে ওই অডিটটি করা হয়। অডিট পরিবর্তনে সহায়তা করেন আরুল কান্দা।
×