ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দক্ষিণ মেরুর পূর্বাংশের বরফ দ্রুত গলছে

প্রকাশিত: ০৬:৪৪, ১৩ ডিসেম্বর ২০১৮

 দক্ষিণ মেরুর পূর্বাংশের বরফ দ্রুত গলছে

সাগরের পানির তাপমাত্রা বাড়ার ফলে দক্ষিণ মেরুর পূর্বাংশের বরফ দ্রুত গলছে, মার্কিন গবেষণা সংস্থা নাসার পর্যবেক্ষণে এটি ধরা পড়েছে। দক্ষিণ মেরুর এই অংশটিকে এক সময় স্থিতিশীল বলে মনে করা হতো। কিন্তু তাপমাত্রা বৃদ্ধি প্রভাব সেখানেও পড়তে শুরু করেছে। গার্ডিয়ান। উষ্ণ সমুদ্র স্রোতের প্রভাবে পূর্ব দক্ষিণ মেরুর উপকূলীয় হিমবাহগুলো এখন গলতে শুরু করেছে। দক্ষিণ মেরুতে সবচেয়ে বেশি বরফ সঞ্চিত আছে। যদি এগুলো গলে যায় তবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা অনেক বাড়বে। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ২০ মিটার থেকে ১০০ মিটার পর্যন্ত বাড়তে পারে। সেটি হলে উপকূলীয় অব্জলগুলো সব নিশ্চিহ্ন হয়ে যাবে। তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকায় কিছুদিন আগ পর্যন্ত পূর্ব দক্ষিণ মেরুকে স্থিতিশীল বলে মনে করা হতো। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে পূর্ব দক্ষিণ মেরুও বাদ পড়েনি। পূর্ব দক্ষিণ মেরুর বিশাল টটেন হিমবাহ সম্পর্কে ধারণা করা হতো এটি গলে গেলেও পুনরায় আগের অবস্থায় ফিরে যাওয়ার ক্ষমতা আছে। বিশ্লেষণে দেখা গেছে টটেনসহ আশপাশের হিমবাহগুলো অনেকটা গলে গেছে। পূর্ব দক্ষিণ মেরুর বরফও গলে যেতে শুরু করেছে। টটেন হিমবাহর পূর্বদিকে রয়েছে ভিনসেনেস উপসাগর। ২০০৮ সাল থেকে এই হিমবাহের উচ্চতা তিন মিটার কমেছে। এর আগে হিমবাহ ক্ষয় হয়নি। টটেন হিমবাহর পশ্চিম দিকে উইলকেস ল্যান্ড হিমবাহ, ২০০৯ সাল থেকে এর উচ্চতা আড়াই মিটার হ্রাস পেয়েছে। নাসার উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে বরফের অবস্থান পরিবর্তনের তথ্য জানা গেছে। নাসার জেট প্রপালসন ল্যাবরটির গ্ল্যাসিওলজিস্ট আলেক্স গার্ডনার বলেন, ‘বিচ্ছিন্নভাবে পরিবর্তনের ঘটনাগুলো ঘটছে না, নিয়মের মধ্যেই এগুলো হচ্ছে।’ পশ্চিম দক্ষিণ মেরুর অবস্থা আশঙ্কাজনক।
×