ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

না’গঞ্জের চারদিকে জঙ্গীদের আনাগোনা ॥ শামীম ওসমান

প্রকাশিত: ০৬:৩৪, ১৩ ডিসেম্বর ২০১৮

 না’গঞ্জের চারদিকে  জঙ্গীদের  আনাগোনা ॥  শামীম ওসমান

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ-৪ আসনে ২০ দলীয় জোটের প্রার্থী জমিয়তে ওলামা ইসলামের মুফতি মনির হোসাইনকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেয়া প্রসঙ্গে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে নৌকা প্রতীকের প্রার্থী একেএম শামীম ওসমান বলেছেন, বিএনপি এ আসনে যাকে মনোনয়ন দিয়েছে তার উদ্দেশ্য নির্বাচন করা নয়। গত পরশুদিন রাতে ৫০ জন লোক ঢাকা থেকে নারারায়ণগঞ্জে ঢুকেছিল। শোনা যায়, এরা নাকি শিবিরের জঙ্গী। এরা কি করতে চায় ? আবারও ১৬ জুন করতে চায় ? শামীম ওসমানকে বোমা মেরে হত্যা করতে চায় ? চেষ্টা করেন, বাঁচানোর মালিক আল্লাহ। বিএনপি এই লোকটিকে নমিনেশন দিয়েছে কেন ? আমরা জানি, টের পাচ্ছি। তিনি বলেন, নারায়ণগঞ্জের চারদিকে জঙ্গীদের আনাগোনা হচ্ছে। ওরা জানে ভোট হলে ১০-২০ শতাংশও ভোট পাবে না। বিএনপির লোকের ভোটও সে পাবে না। বিএনপিতে ভাল লোকজনও আছে। তারা সবই খারাপ তা নয়। তারাও বুঝতেছেন এ যোগ্য (প্রার্থী) লোক নয়, তাহলে কেন তাকে মনোনয়ন দিল। উদ্দেশ্যে নিশ্চিয়ই কিছু আছে। এলাকায় নতুন করে কিছু ঘটাতে চায়। শামীম ওসমান বলেন, কষ্ট লাগে এটাই এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর হওয়া উচিত। কিন্তু তাদের মধ্যে এত তৎপরতা দেখছি না। একেএম শামীম ওসমান বুধবার বিকেলে সদর উপজেলার ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে এসে এক উঠান বৈঠকে এসব কথা বলেন। এর আগে সংসদ সদস্য শামীম ওসমান এনায়েতনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচার চালান এবং জনগণের কাছে দোয়া চান।
×