ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মানবাধিকার প্রতিষ্ঠায় সমন্বিত উদ্যোগের তাগিদ

প্রকাশিত: ০৬:৩৩, ১৩ ডিসেম্বর ২০১৮

 মানবাধিকার প্রতিষ্ঠায়  সমন্বিত উদ্যোগের  তাগিদ

স্টাফ রিপোর্টার ॥ মানবাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে অধিকারকর্মী ও সরকারের ভূমিকার মধ্যে সমন্বয়ের তাগিদ দিয়েছেন বক্তারা। তারা বলছেন, এক্ষেত্রে অধিকারকর্মী ও সরকারকে সমন্বিত ভূমিকা রাখতে হবে। বুধবার ঢাকার একটি হোটেলে ‘মাল্টি স্টেকহোল্ডার এনগেজমেন্ট অন ইউপিআর আউটকাম ইন বাংলাদেশ’ শীর্ষক সভায় বক্তারা এমন মন্তব্য করেন। সভা থেকে মানবাধিকার প্রতিষ্ঠায় সরকারী-বেসরকারী সমন্বিত উদ্যোগের তাগিদও দেয়া হয়েছে। বক্তারা বলেন, মত প্রকাশের স্বাধীনতাসহ সব ধরনের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই সরকারের কাছে নাগরিকদের প্রত্যাশাও অনেক বেশি। মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক আন্তর্জাতিক সংগঠন আর্টিকেল নাইনটিন এই সভার আয়োজন করে। ‘ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ’ (ইউপিআর) হচ্ছে জাতিসংঘ মানবাধিকার পরিষদের একটি স্বতন্ত্র প্রক্রিয়া, যা জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মানবাধিকার পরিস্থিতি উন্নতির লক্ষ্যে প্রতিষ্ঠিত।
×