ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নির্বাচনে যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধীদের প্রতিহত করতে হবে ॥ শাহরিয়ার কবির

প্রকাশিত: ০৬:৩২, ১৩ ডিসেম্বর ২০১৮

 নির্বাচনে যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধীদের প্রতিহত করতে হবে ॥ শাহরিয়ার কবির

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি, লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির বলেছেন, ২০০১ ও ২০১৪ সালে জামায়াত-বিএনপি যে ধরনের তান্ডব ও সহিংসতা সৃষ্টি করেছিল তার পুনরাবৃত্তি হতে দেয়া হবে না। তিনি বলেন, যুদ্ধাপরাধী ও সন্ত্রাসী দল হিসেবে জামায়াতের নিবন্ধন বাতিল হলেও একাদশ সংসদ নির্বাচনে বিএনপি এই দলকে ধানের শীষ প্রতীক দিয়ে প্রমাণ করেছে জামায়াতের সঙ্গে তাদের কোন পার্থক্য নেই। তিনি বলেন, আসন্ন নির্বাচনে যুদ্ধাপরাধী ও সন্ত্রাসী জামায়াতীদের প্রতিহত করতে হবে। যেখানে জামায়াত সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এলাকায় এলাকায় সন্ত্রাস প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে। তিনি আসন্ন নির্বাচনে বিশেষ করে তরুণ প্রজন্মের ভোটারদের মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান জানান। তিনি বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সাংবাদিক ও নাগরিক সমাজের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও মুক্তিযুদ্ধের সংরক্ষণ কেন্দ্র এ সভার আয়োজন করে।
×