ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রানের পাহাড় পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের

প্রকাশিত: ০৬:৩০, ১৩ ডিসেম্বর ২০১৮

 রানের পাহাড় পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) চতুর্থ রাউন্ডের প্রথম ইনিংসে রানের পাহাড়ে চড়েছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ও প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে রনি তালুকদারের ১৮৫, মোহাম্মদ আশরাফুলের ১৩৬ রানে প্রথম ইনিংসে ৪৬৬ রান করেছে পূর্বাঞ্চল। রানের পাহাড় গড়েছে। জবাবটা অবশ্য উত্তরাঞ্চলও ভালভাবেই দিচ্ছে। জহুরুল ইসলামের ৬৫ ও জুনায়েদ সিদ্দিকীর ৫১ রানে ২ উইকেট হারিয়ে ১৭৮ রান করে ফেলেছে। এখনও ২৮৮ রানে এগিয়ে রয়েছে পূর্বাঞ্চল। দক্ষিণাঞ্চল-মধ্যাঞ্চলের ম্যাচে দক্ষিণাঞ্চলও রানের পাহাড় গড়ছে। দলটি মধ্যাঞ্চলকে ২৬১ রানে গুটিয়ে দিয়ে তুষার ইমরানের ৭৮, এনামুল হক বিজয়ের ৭৭, ফজলে মাহমুদ রাব্বির ৭৪, রকিবুল হাসানের অপরাজিত ৫৪ রানে ৫ উইকেট হারিয়ে ৩০৯ রান করে ফেলেছে। মধ্যাঞ্চল থেকে ৪৮ রানে এগিয়ে আছে। পূর্বাঞ্চল-উত্তরাঞ্চল ম্যাচ-রাজশাহী রাজশাহীতে পূর্বাঞ্চল মাতাচ্ছে। প্রথমদিনেই অপরাজিত থাকা রনির ১৮৩ ও আশরাফুলের ১০৭ রানে ৩ উইকেট হারিয়ে ৩৫৪ রান করেছিল। দ্বিতীয়দিন রনি ও আশরাফুল খুব বেশিদূর যেতে পারেননি। দুইজনের আউটের পর টপাটপ উইকেট পড়তে থাকে। ৫ উইকেট নেয়া সানজামুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে আর ১১২ রান স্কোরবোর্ডে যোগ করতে পারে পূর্বাঞ্চল। তাতেও রান সাড়ে চার শ’ হয়ে যায়। এই রানের জবাব দিতে নেমে উত্তরাঞ্চলও এগিয়ে চলেছে। ২০০ রানের কাছাকাছি চলে গেছে। ম্যাচের তৃতীয়দিন আজ। ৩৪ রানে থাকা ফরহাদ হোসেন ও ১৮ রানে থাকা নাঈম ইসলাম ব্যাট করতে নামবেন। যদি একই ধারা বজায় রাখে উত্তরাঞ্চল আজও, তাহলে ম্যাচ ড্র’র দিকেই গড়িয়ে যাবে। স্কোর ॥ দ্বিতীয়দিন শেষে পূর্বাঞ্চল প্রথম ইনিংস প্রথমদিন শেষে ৩৫৪/৩; (রনি ১৮৩*, আশরাফুল ১০৭* ও দ্বিতীয়দিন রনি ১৮৫, আশরাফুল ১৩৬, তাইজুল ৩৭; সানজামুল ৫/১১৫)। উত্তরাঞ্চল প্রথম ইনিংস ১৭৮/২; ৫৪ ওভার (জহুরুল ৬৫, জুনায়েদ ৫১, ফরহাদ ৩৪*, নাঈম ১৮*)। দক্ষিণাঞ্চল-মধ্যাঞ্চল ম্যাচ-চট্টগ্রাম চট্টগ্রামে মধ্যাঞ্চলকে প্রথম ইনিংসে বেশিদূর এগিয়ে যেতে দেয়নি দক্ষিণাঞ্চল। ৩ উইকেট করে নেয়া মেহেদী হাসান ও আল-আমিন হোসেনের বোলিং নৈপুণ্যে শেষ পর্যন্ত ২৬১ রান করতে পারে মধ্যাঞ্চল। প্রথমদিনে ৮ উইকেট হারিয়ে ২৩৪ রান করেছিল। বাকি ২ উইকেটে আর ২৭ রান যোগ করতে পারে মধ্যাঞ্চল। এরপর ব্যাট হাতে নেমে দক্ষিণাঞ্চলের ব্যাটসম্যানরা নৈপুণ্য দেখিয়েই চলেছেন। শুরুতে ওপেনার বিজয়, এরপর মাঝপথে রাব্বি ও তারপর তুষার হাফ সেঞ্চুরি করেন। রকিবুল হাসানতো সেঞ্চুরির পথে এগিয়ে যাওয়ার আশাও দেখাচ্ছেন। তাতে দক্ষিণাঞ্চল লিড নিয়ে ফেলেছে। আজ তৃতীয়দিনে নাহিদুল ইসলামকে সঙ্গে নিয়ে ব্যাট হাতে নামবেন রকিবুল। স্কোর ॥ দ্বিতীয়দিন শেষে মধ্যাঞ্চল প্রথম ইনিংস প্রথমদিন শেষে ২৩৪/৮; (তাইবুল ৪৩*, ইয়াসিন ৫* ও দ্বিতীয়দিন ২৬১/১০; তাইবুর ৬৮)। দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস ৩০৯/৫; ৮২.১ ওভার (তুষার ৭৮, বিজয় ৭৭, রাব্বি ৭৪, রকিবুল ৫৪*)।
×