ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় ক্রিকেট দলের সঙ্গে ইউনিসেফ

প্রকাশিত: ০৬:২৯, ১৩ ডিসেম্বর ২০১৮

  জাতীয় ক্রিকেট দলের সঙ্গে ইউনিসেফ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হয়েছে ইউনিসেফ। জাতীয় ক্রিকেট দলের জার্সিতে এখন থেকে ইউনিসেফের লোগোও দেখা যাবে। এ নিয়ে বুধবার বিসিবি ও ইউনিসেফের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরও অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্রি?কেট বোর্ডের আন্তর্জাতিক চ্যারিটি অংশীদার হিসেবে মনোনীত হয়েছে ইউনিসেফ। এই লক্ষ্যে বিসিবির সঙ্গে আন্তর্জাতিক শিশু সংস্থাটি দুই বছরের একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই প্রথম মা ও শিশুর প্রতীক সংবলিত এই লোগো আন্তর্জাতিক কোন ক্রি?কেট দলের জার্সিতে স্থান পেতে যাচ্ছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থাটির জন্য নিঃসন্দেহে এটি একটি মাইলফলক। বুধবার দুপুরে বিসিবি কার্যালয়ে এই চুক্তিতে স্বাক্ষর করেন বিসিবির সিইও নিজাউদ্দিন চৌধুরী সুজন ও ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বেগবেদার বলেন, বাংলাদেশ ক্রি?কেটের জন?প্রিয়তার কারণে এই অংশীদারিত্বকে ঘিরে আমাদের উচ্চাশা রয়েছে। অতীতে বিভিন্ন সময়ে বিসিবি ও ইউনিসেফের মধ্যকার বেশ কিছু সহযোগিতামূলক কার্যক্রম সফল হয়েছে। তবে এই অংশীদারিত্বের আওতায় আমরা ক্রি?কেটের মাধ্যমে অনেক বেশি সুবিধাবঞ্চিত শিশুর কাছে পৌঁছাতে এবং তাদের ক্ষমতায়ন করতে পারব বলে আশাকরি। চুক্তির শর্ত অনুযায়ী এখন থেকে ইউনিসেফের লোগো বাংলাদেশ জাতীয় ক্রি? বাংলাদেশ ক্রিকেট লীগ
×