ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৩০ ডিসেম্বর বাংলার মানুষ ব্যালটের মাধ্যমে জবাব দেবে ॥ তোফায়েল

প্রকাশিত: ০৫:২৭, ১৩ ডিসেম্বর ২০১৮

 ৩০ ডিসেম্বর বাংলার  মানুষ ব্যালটের  মাধ্যমে জবাব দেবে ॥  তোফায়েল

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১২ ডিসেম্বর ॥ ভোলা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এত নিষ্ঠুর এই বিএনপি। ওরা যদি আবার ক্ষমতার স্বাদ পায় এক লাখ লোক প্রথম দিনেই হত্যা করবে। তবে সেই আশা ভুল। কারণ নির্বাচনের মাঠে গিয়ে দেখেছি, ২০০১ সালে অত্যাচর নির্যাতন হত্যা ও নারী ধর্ষণের কথা মানুষ ভোলেনি। ব্যালটের মাধ্যমে আগমী ৩০ ডিসেম্বর তার জবাব দেবে বাংলার মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবে। বাংলাদেশ আজ আন্তর্জাতিক বিশ্বে মর্যাদাশীল দেশ। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। মানুষ অবাক হয় বাংলাদেশের উন্নয়ন দেখে। বুধবার দুপুর ১২টায় ভোলা-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ তার গাজীপুর রোডের বাসভবনে সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, আমরা চাই একটি অবাধ ও নিরপেক্ষ মূলক নির্বাচন যা হতে চলেছে। বিএনপি তাতে অংশগ্রহণ করেছে। তারা বলেছে নির্বাচনে অংশগ্রহণ করবেই। আমরাও চাই তারা নির্বাচনের মাঠে থাকুক। তিনি বলেন, ২০০১ সালের পর দেশে বিএনপি সীমাহীন অত্যাচার করেছে। যা অকল্পনীয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোলাতে এসেছিল। আমরা তার জন্য ডায়াস করতে পারিনি। ট্রাকের উপর দাঁড়িয়ে মিটিং করতে হয়েছে। মন্ত্রী আরও বলেন, বর্তমানে ভোলায় ৬শ’ মেগাওয়াট বিদ্যুত রয়েছে। আগামীতে ১৮শ’ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্র হবে। ভোলায় প্রচুর গ্যাস রয়েছে। গ্যাসভিত্তিক অনেক শিল্প কলকারখানা হবে। ভোলার যুবকদের কর্মসংস্থান হবে। ভোলায় কোন কাঁচা রাস্তা নেই সব রাস্ত পাকা হয়েছে। ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে গেছে। ভোলা হবে দেশের সর্ব শ্রেষ্ঠ জেলা।
×