ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আইপিওতে আসছে উবার

প্রকাশিত: ০৪:৪৩, ১৩ ডিসেম্বর ২০১৮

 আইপিওতে আসছে উবার

পাবলিক কোম্পানি হিসেবে শেয়ার ছাড়ার লক্ষ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছে মার্কিন রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ২০১৭ সালের আগস্টে উবারের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব গ্রহণের পরই পুঁজিবাজারে অন্তর্ভুক্তি পরিকল্পনার কথা জানান দারা খসরুশাহী। এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট দফতরে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছে প্রতিষ্ঠানটি। ধারণা করা হচ্ছে, আগামী প্রান্তিকেই ইনিশিয়াল পাবলিক অফারিং- আইপিও ছাড়তে পারে উবার। অন্যদিকে গেল সপ্তাহে পুঁজিবাজারে অন্তর্ভুক্তির ঘোষণা দেয় উবারের ভবিষ্যত প্রতিদ্বন্দ্বী লিফট। আগামী মার্চ বা এপ্রিল মাসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে যুক্তরাষ্ট্রের রাইড শেয়ারিং প্রতিষ্ঠানটি। -অর্থনৈতিক রিপোর্টার
×