ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ব্রাজিল তারকা নেইমারকে উড়াল দিতে দিচ্ছে না পিএসজি!

প্রকাশিত: ০৬:৫৮, ১২ ডিসেম্বর ২০১৮

ব্রাজিল তারকা নেইমারকে উড়াল দিতে দিচ্ছে না পিএসজি!

স্পোর্টস রিপোর্টার ॥ নেইমারের রিয়াল মাদ্রিদ যাওয়ার গুঞ্জন নতুন নয়। বার্সিলোনায় খেলার আগে থেকেই শোনা গিয়েছিল সান্টিয়াগো বার্নাব্যুতে যেতে পারেন ব্রাজিলিয়ান সুপারস্টার। কিন্তু তা হতে দেয়নি বার্সিলোনা। স্প্যানিশ পরাশক্তিরা মেসি, বসকুয়েটসদের পাশে নিয়ে আসেন সেলেসাও তারকাকে। কিন্তু ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত কাতালান শিবিরে থাকার পর ফরাসী ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে পাড়ি জমিয়েছেন নেইমার। পিএসজিতে যাওয়ার পর আবারও গুঞ্জন রটে কয়েক বছর পর রিয়াল মাদ্রিদে যাবেন তিনি। মাস কয়েক আগে ক্রিস্টিয়ানো রোনাল্ডো রিয়াল ছেড়ে জুভেন্টাসে যাওয়ার পর বিষয়টি নিয়ে আবারও গুঞ্জন শুরু হয়েছে। অনেকে শতভাগ নিশ্চয়তা দিয়ে বলছেন, নেইমারের রিয়ালে যাওয়া সময়ের ব্যাপার মাত্র। কিন্তু তখন ব্রাজিলিয়ান তারকা জানিয়ে দিয়েছেন, আপাতত পিএসজি ছাড়ার কোন ইচ্ছা বা চিন্তা-ভাবনা নেই। মাস তিন পর আবারও নেইমারের দলবদল নিয়ে গুঞ্জন চাউর হয়। এবার শোনা যায়, সাবেক ক্লাব বার্সিলোনায় ফিরতে চান সময়ের অন্যতম সেরা তারকা নেইমার। সময়ের অন্যতম সেরা তারকা নিজেও নাকি এমনটা চান। এমন অবস্থায় পিএসজিও থেমে নেই। প্যারিসের পরাশক্তিরা প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে, যেন নেইমার উড়াল দিয়ে কোথাও যেতে না পারেন। অর্থাৎ যে কোন মূল্যে ব্রাজিলিয়ান তারকাকে তাঁবুতে রাখতে মরিয়া পিএসজি। শোনা যাচ্ছে, ন্যাশনাল ব্যাংক অব কাতারের (কিউএনবি) সঙ্গে সম্প্রতি যে চুক্তিতে এসেছেন নেইমার সেটির নেপথ্যে কারিগর নাকি পিএসজিই। নেইমারের বাবা সিনিয়র নেইমারের সঙ্গে কিউএনবি কমিউনিকেশন গ্রুপের হয়ে চুক্তি সেরেছেন সংস্থাটির জেনারেল ম্যানেজার ইউসুফ ডারভিস। এই চুক্তির কল্যাণে এখন থেকে নেইমারের মার্কেটিং স্বত্বেও দেখভাল করবে কিউএনবি। বিনিময়ে কিউএনবির হয়ে বিজ্ঞাপনে অংশ নেবেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার। স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকতে পারে যে, কিউএনবির সঙ্গে নেইমারের চুক্তিতে পিএসজির কী লাভ? এই প্রশ্নের উত্তরে জানা থাকা ভাল, প্যারিসের ক্লাবটির সবচেয়ে বড় স্পন্সর হচ্ছে কিউএনবি। ক্লাবটির জার্সির একাংশে কিউএনবির নামও ব্যবহার করা হয়। তাই নেইমারের সঙ্গে কিউএনবির চুক্তিতে পিএসজির হাত আছে এমনই ভাবা হচ্ছে। এই চুক্তি এমন একটা সময় হলো যখন নেইমারের প্যারিস ছাড়ার গুঞ্জনে সরগরম চারিদিক। উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’র (এফএফপি) জরিমানা এড়াতে দলের দুই দামী ফুটবলার নেইমার ও কিলিয়ান এমবাপেকে বেঁচে দেবে পিএসজি। গত সপ্তাহে ফরাসী এক দৈনিকের এমন প্রতিবেদনের পর রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছিল লীগ ওয়ান চ্যাম্পিয়নরা। সপ্তাহ না গড়াতে নতুন এই চুক্তির মাধ্যমে জবাব ভালমতোই দিয়েছে ফরাসী জায়ান্টরা। ২০১৭ সালের গ্রীষ্মে ট্রান্সফার ফি’র রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে বার্সা ছেড়ে পিএসজিতে নাম লেখান নেইমার। স্প্যানিশ মিডিয়ার খবর, বছর দেড়েক যেতে না যেতেই ন্যুক্যাম্পে ফিরতে ব্যাকুল হয়ে উঠেছেন তিনি। কাতালানদের সঙ্গে তার সুখের জীবনটা প্যারিসে খুঁজে পান না। আর বার্সিলোনায় পাওয়া সাফল্যও পিএসজিতে পাচ্ছেন না। তাই চলতি মৌসুম শেষেই তিনি বার্সিলোনায় ফেরার চেষ্টা করবেন বলে আগেই জানিয়েছে স্প্যানিশ দুই ক্রীড়া দৈনিক এএস ও মুন্ডো ডেপোর্টিভো। পত্রিকা দুটির দাবি, ফরাসী লীগে প্রতিদ্বন্দ্বিতার অভাবও নেইমারকে হতাশ করে চলেছে। এ লীগে কি ঘটবে তা অনেকেই ভবিষ্যদ্বাণী করতে পারছেন সহজেই। কিন্তু স্প্যানিশ লা লিগায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় যা খুবই উপভোগ করতেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এখন দেখার শেষ পর্যন্ত কি হয়।
×