ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইস্টার্ন ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

প্রকাশিত: ০৬:২৫, ১২ ডিসেম্বর ২০১৮

  ইস্টার্ন ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংকের ৫০০ কোটি টাকার ফ্লোটিং রেট নন-কনর্ভাটেবল সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার বিএসইসির ৬৬৮তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ৭ বছর মেয়াদী এই বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে ফ্লোটিং রেট, নন-কনভার্টেবল, ফুললি রিডাম্বেল, আনসিকিউরড, আনলিস্টেড সাবঅর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৭ বছরে পূর্ণ অবসায়ন হবে। যা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানসমূহ, ইন্স্যুরেন্স কোম্পানিসমূহ, বৈদেশিক উন্নয়নমূলক আর্থিক প্রতিষ্ঠানসমূহ এবং কর্পোরেটস প্রতিষ্ঠানসমূহকে প্রাইভেট পেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×