ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিজিবিতে শীঘ্রই দুই হেলিকপ্টার যোগ হচ্ছে

প্রকাশিত: ০৬:২৩, ১২ ডিসেম্বর ২০১৮

 বিজিবিতে শীঘ্রই দুই হেলিকপ্টার যোগ হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুর্গম সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম নিজেই। সোমবার বিজিবি মহাপরিচালক খাগড়াছড়ি সেক্টরের সবচেয়ে দুর্গম উত্তর লক্কাছড়া বিওপি ও কান্তালং বিওপি পরিদর্শন করেন। এ দুটি বিওপিতে ব্যাটালিয়ন সদর থেকে হেঁটে পৌঁছাতে ৪/৫ দিন সময় লাগে। আর হেলিকপ্টারযোগে বিওপিতে মাসে ১/২ বার রেশন ও তাজা খাবার সরবরাহ করা হয়। মহাপরিচালকের নির্দেশে বিওপিতে যাতায়াতের জন্য হেঁটে চলার রাস্তা নির্মাণ করা হচ্ছে। নিজস্ব অর্থায়নে মোবাইল টাওয়ার স্থাপন করা হচ্ছে। সৌরবিদ্যুতের সাহায্যে বিভিন্ন ধরনের লাইট, ফ্যান ও বৈদ্যুতিক যন্ত্র চালানোর ব্যবস্থা করা হয়েছে। মহাপরিচালক জানান, সরকারের আন্তরিকতায় বিজিবি’র এয়ার উইং হয়েছে। শীঘ্রই দুটি হেলিকপ্টার ক্রয় করা হবে।
×