ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের গ্র্যাজুয়েশন ডিনার

প্রকাশিত: ০৬:২২, ১২ ডিসেম্বর ২০১৮

 ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের গ্র্যাজুয়েশন ডিনার

ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের গ্র্যাজুয়েশন নৈশভোজে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক (অব) দেশের সার্বিক উন্নয়নে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় ঐকমত্য তৈরিতে এনডিসির ভূমিকার প্রশংসা করেন। ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস হলে সোমবার এ নৈশভোজ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি তার ভাষণে সফলতার সঙ্গে কোর্স সম্পন্ন করায় ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০১৮ কোর্সে অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানান। এ বছর সেনাবাহিনীর ২৯ জন ব্রিগেডিয়ার জেনারেল, নৌবাহিনীর দুইজন কমোডর ও তিনজন ক্যাপ্টেন এবং বিমানবাহিনীর দুইজন এয়ার কমোডর ও তিনজন গ্রুপ ক্যাপ্টেন, সিভিল সার্ভিসের একজন অতিরিক্ত সচিব, ১১ জন (যুগ্ম-সচিব), পুলিশের একজন ডিআইজি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ডিজিসহ দেশের সর্বমোট ৫৩ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা ন্যাশনাল ডিফেন্স কোর্সে অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ, এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ এবং সশস্ত্র বাহিনীর উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।-আইএসপিআর
×