ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শহীদ মিনার থেকে নির্বাচনী প্রচার শুরু বাম জোটের

প্রকাশিত: ০৬:২২, ১২ ডিসেম্বর ২০১৮

শহীদ মিনার থেকে নির্বাচনী প্রচার শুরু বাম জোটের

স্টাফ রিপোর্টার ॥ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছে বাম গণতান্ত্রিক জোট। মঙ্গলবার জোটের পক্ষ থেকে মনোনীত বিভিন্ন আসনের প্রার্থীরা ফুল দিয়ে এ প্রচার শুরু করেন। এদিকে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পক্ষে ঢাকা-১৭ আসনে দলের নেতাকর্মীরা প্রচার শুরু করেছেন। ঢাকা-৬ আসনের মহাজোটের প্রার্থী কাজী ফিরোজ রশীদ ঘোড়ার গাড়িতে করে পুরনো ঢাকায় আনুষ্ঠানিক প্রচারে নামেন। মহাজোটে রংপুরের একটি আসনে মনোনয়ন পেয়েছেন এরশাদ। তবে ঢাকা-১৭ আসনে দল থেকে নির্বাচন করবেন তিনি। শারীরিক অসুস্থতাজনিত কারণে বার বার মত পাল্টানো নেতা এরশাদ এখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন। ইতোমধ্যে দলের পক্ষ থেকে ১৭৪ আসনে মনোনয়ন দেয়া হয়েছে। এর মধ্যে জাপার দাবি মহাজোটে তারা ২৯ আসন পেয়েছেন। তবে আওয়ামী লীগ বলছে, জাপাকে ২৬টি দেয়া হয়েছে। জাপা প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতী বলেছেন, নির্বাচনের আগেই চিকিৎসা শেষে দেশে ফিরবেন জাপা চেয়ারম্যান। তিনি বলেন, এরশাদকে সবাই ভালবাসে। তাই তাকে ছাড়া প্রচারে কোন প্রভাব পড়বে না। মানুষ সাবেক রাষ্ট্রপতিকে ভালবেসে ভোট দেবেন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফারুক। বাম জোটের প্রার্থীদের দাবি, ভোটের অধিকার ফিরিয়ে দেয়া, মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার আন্দোলনের অংশ হিসেবে তারা নির্বাচনে অংশ নিচ্ছেন। অপশাসন রুখে দিতে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জনগণের শক্তি, জনগণের কাছে ফিরিয়ে দেয়ার অঙ্গীকার জানিয়ে নিজেদের প্রার্থীর সমর্থনে ভোট প্রার্থনা করেন তারা। শহীদ মিনার থেকে বাম জোটের নির্বাচনী প্রচার শুরু ঢাকা-১২ আসন থেকে মনোনীত বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী জোনায়েদ সাকি বলেন, আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছি। মহানগরীর প্রার্থীরা শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। সারাদেশেও আমাদের প্রার্থীরা শহীদ মিনারে ফুল দিয়ে তাদের প্রচার শুরু করবেন। প্রতিকূল পরিস্থিতির মধ্য নির্বাচনে অংশ নিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতিতে আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সাকি বলেন, গতকাল রাতে আমার কোদাল প্রতীকের পোস্টার লাগানোর সময় বাধা দেয়া হয়েছে, হুমকি দেয়া হয়েছে। আমাদের ছেলেদের বলা হয়েছে, এটা স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা। এখানে কারও পোস্টার লাগানো চলবে না। শহীদ মিনার থেকে বাম জোটের নির্বাচনী প্রচার শুরুর পর নির্বাচন কমিশনকে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
×