ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ন্যূনতম মজুরি বৃদ্ধি ও কর হ্রাসের প্রতিশ্রুতি ম্যাক্রোঁর

প্রকাশিত: ০৬:২০, ১২ ডিসেম্বর ২০১৮

 ন্যূনতম মজুরি বৃদ্ধি ও কর হ্রাসের প্রতিশ্রুতি  ম্যাক্রোঁর

কয়েক সপ্তাহ ধরে ছুটির দিনগুলোতে ফ্রান্সজুড়ে সহিংস প্রতিবাদের পর ন্যূনতম মজুরি বৃদ্ধি ও কর হ্রাসের প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। জ্বালানি কর বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিসহ অন্যান্য ইস্যুতে পরপর চারটি সাপ্তাহিক ছুটির দিনে ‘ইয়েলো ভেস্ট’ নামে পরিচিতি পাওয়া আন্দোলনকারীদের সহিংস প্রতিবাদ প্রত্যক্ষ করেছে ফ্রান্স। এ পরিস্থিতিতে সোমবার জাতির উদ্দেশে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ম্যাক্রোঁ সহিংসতার নিন্দা করলেও প্রতিবাদকারীদের ক্ষোভ গভীর এবং অনেক দিক থেকেই বৈধ ছিল বলে স্বীকার করে নিয়েছেন। বিবিসি। বহু লোক তাদের জীবনযাত্রার মান নিয়ে অসুখী ছিল এবং তাদের কথা শোনা হচ্ছিল না বলে তারা অনুভব করছিলেন বলেও স্বীকার করেছেন ম্যাক্রোঁ। আন্দোলনকারীদের ক্ষোভের ন্যায্যতা স্বীকার করে ২০১৯ সাল থেকে মাস প্রতি সর্বনিম্ন মজুরি ১০০ ইউরো বাড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।
×