ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হুয়াওয়ে নির্বাহীর জামিনের শুনানি ফের মুলতবি

প্রকাশিত: ০৬:২০, ১২ ডিসেম্বর ২০১৮

 হুয়াওয়ে নির্বাহীর  জামিনের শুনানি  ফের মুলতবি

চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মেং ওয়ানঝৌয়ের জামিনের শুনানি ফের মুলতবি করেছে কানাডার আদালত। সোমবার কানাডার প্রাদেশিক আদালতের বিচারক মেংয়ের জামিন বিষয়ে কোন সিদ্ধান্ত না জানিয়ে শুনানি মঙ্গলবার সকাল পর্যন্ত স্থগিত করেন। -খবর ইয়াহু নিউজ ভ্যাঙ্কুবারে গত ১ ডিসেম্বর বিমান বদলানোর সময় গ্রেফতার হওয়া মেং যুক্তরাষ্ট্রে বহিঃসমর্পণের মুখোমুখি হতে পারেন। তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই ইরানে কাজ চালিয়ে যাওয়া হুয়াওয়ের একটি প্রতিষ্ঠান বিষয়ে বহুজাতিক ব্যাংকগুলোকে ভুল তথ্য দেয়ার অভিযোগ রয়েছে। এর মাধ্যমে ওই ব্যাংকগুলো মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের ঝুঁকিতে পড়েছিল। নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে এমনটি প্রমাণিত হলে ব্যাংকগুলোকে বড় ধরনের ক্ষতিপূরণও দিতে হবে বলে আদালতের নথিতে জানানো হয়েছে। ৪৬ বছর বয়সী মেং হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন ঝেংফেইয়ের কন্যা। নিজেকে নিষ্পাপ দাবি করা এ চীনা নাগরিক বলেছেন, তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হলে তিনি সেখানেও তার বিরুদ্ধে হওয়া সব অভিযোগের বিরুদ্ধে লড়াই করবেন। উচ্চরক্তচাপসহ স্বাস্থ্যজনিত সমস্যার কথাও জানান হুয়াওয়ে এ নির্বাহী।
×