ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৬:১৮, ১২ ডিসেম্বর ২০১৮

 সিরাজগঞ্জে সংঘর্ষের  ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর সিরাজগঞ্জে নির্বাচনী উত্তাপ ছড়িয়েছে। প্রচারকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া, পাল্টাধাওয়ার ঘটনায় মঙ্গলবার উভয় দলই তাদের দলীয় অফিসে সংবাদ সম্মেলন করে ঘটনার জন্য একে অপরকে দায়ী করেছে। সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু তার দলীয় অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বলেন- সিরাজগঞ্জ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী রুমানা মাহমুদের পক্ষে প্রতীক বরাদ্দের পর নেতাকর্মীরা মিছিল বের করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। এ সময় কয়েক নেতাকর্মী আহত হন। এ সময় বিএনপি নেতা মজিবর রহমান লেবু, বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মীর রুহুল আমিন বাবু,নাজমুল ইসলাম তালুকদার রানা, হারুন অর রশিদ খান হাসান, মির্জা মোস্তফা জামান, ওমর কৃষ্ণ দাস প্রমুখ উপস্থিত ছিলেন। অপরদিকে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সদর-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না আওয়ামী লীগ অফিসে সংবাদ সম্মেলনে বিএনপির অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর বলে অভিহিত করেছেন। তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, বিএনপি একটি মিথ্যাবাদীর দল। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে তারা অপপ্রচার করছে।
×