ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুতুবদিয়ায় হিন্দুপল্লী আশ্রয়ণ প্রকল্পের গম আত্মসাত

প্রকাশিত: ০৬:১৮, ১২ ডিসেম্বর ২০১৮

কুতুবদিয়ায় হিন্দুপল্লী আশ্রয়ণ প্রকল্পের গম আত্মসাত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কুতুবদিয়ায় ডিজিটাল হিন্দুপল্লী আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নে বরাদ্দের আত্মসাতকৃত প্রায় ১২ লাখ টাকা সাবেক ইউপি চেয়ারম্যান ৩ বছরেও সরকারী কোষাগারে জমা দেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিদর্শনে আসা একটি টিম ওই টাকা আত্মসাত করার প্রমাণ পেয়ে রিপোর্ট দেয়ার পর কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ২০১৫ সালের ২২ ডিসেম্বর উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান সিরাজদ্দৌলাহকে চিঠি দিয়েছিলেন। ওই পত্রে ১৫ দিনের মধ্যে উল্লেখিত টাকা সরকারী কোষাগারে জমা প্রদানের অনুরোধ করা হয়। ইউএনওর দেয়া চিঠি পেয়ে ওই সময় ইউপি চেয়ারম্যান যথাসময়ে টাকা জমা করার প্রতিশ্রুতি দিলেও এতদিন পর কী আর হবে বলে এখন দম্ভোক্তি করে বেড়াচ্ছেন জামায়াত নেতা সাবেক চেয়ারম্যান সিরাজদ্দৌলাহ। জানা যায়, কুতুবদিয়া ধুরুং এলাকায় সরকার ডিজিটাল হিন্দু পল্লী আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের জন্য ২০১৩-১৪ অর্থবছরে ৮৫.৫৮০ মে.টন গম বরাদ্দ দেয়া হয়েছিল। মোট পাঁচ কিস্তিতে বরাদ্দকৃত গম উত্তোলন করেন উত্তর ধুরং ইউপির তৎকালীন চেয়ারম্যান সিরাজদ্দৌলাহ। তিনি নামমাত্র কাজ দেখিয়ে সরকারী বরাদ্দের অর্ধেক টাকা আত্মসাত করায় কুতুবদিয়ায় ডিজিটাল হিন্দুপল্লী আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন কাজ ভেস্তে যায়। এ বিষয়ে এলাকার লোকজন উর্ধতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে তদন্ত ও পরিদর্শনকারী দল সরেজমিনে দেখে বরাদ্দকৃত ৮৫.৫৮০ মে.টন গমের বিপরীতে মাত্র ৪৫.১৯০ মে.টনের কাজ হয়েছে এবং ৪০.৩৯০ মে.টন গমের কাজ হয়নি বলে রিপোর্ট দিয়েছেন। তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে রিপোর্ট প্রদান করলে আত্মসাতকৃত ওই পরিমাণ গমের মূল্য বাবদ প্রায় ১২ লাখ টাকা সরকারী কোষাগারে ফেরত দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে পত্র ইস্যু করা হয়। কুতুবদিয়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখা থেকে ইস্যুকৃত পত্র যথা সময়ে গ্রহণও করেন উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা সিরাজদ্দৌলাহ। চিঠি পেয়ে সরকারী টাকা জমা দেয়ার কথা মুখে বললেও সরকারী বরাদ্দে ৪০.৩৯০ মে.টন গমের ১১ লাখ ৯৮ হাজার ৬১৪ টাকা এ পর্যন্ত কোষাগারে জমা করেননি। এ বিষয়ে সাবেক চেয়ারম্যান সিরাজদ্দৌলাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নগদ টাকা জমা করা হয়নি, তবে ওই টাকার সমপরিমাণ প্রকল্পের কাজ ইতোপূর্বে বাস্তবায়ন করে দেয়া হয়েছে।
×