ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভেদাভেদ ভুলে এক মঞ্চে কামরুল ও শাহীন

প্রকাশিত: ০৬:১৫, ১২ ডিসেম্বর ২০১৮

 ভেদাভেদ ভুলে এক মঞ্চে কামরুল ও শাহীন

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১১ ডিসেম্বর ॥ ঢাকা-২ আসনের বর্তমান এমপি ও খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। এই আসনে কামরুল ইসলামের পাশাপাশি মনোনয়ন প্রত্যাশী ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহীন আহমেদ। মনোনয়ন নিয়ে দুই নেতার মধ্যে বৈরী সম্পর্ক তৈরি হয়। নেতাকর্মীরাও বিভক্ত হয়ে পড়েন। দীর্ঘদিন ধরে দুই নেতার চলমান টানাপোড়েন অবশেষে ‘বন্ধুত্বে’ রূপ নিয়েছে। মঙ্গলবার একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা শহীদ মিনারে কর্মিসভায় দ্বন্দ্ব ভুলে এক মঞ্চে উপবিষ্ট হয়েছেন কামরুল ইসলাম ও শাহীন আহমেদ। উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম। সভায় বক্তব্য দেন, ঢাকা জেলা পরিষদের সদস্য সোহরাব হোসেন খোকন, জেলা যুবলীগের সভাপতি শফিউল আজম খান বারকু, জেলা মহিলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সংরক্ষিত সদস্য শিলারা ইসলাম, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ইউসুফ আলী চৌধুরী সেলিম, জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক হাবিবুর রহমান, শাক্তা ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন লিটন, রুহিতপ্রু ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুল আলী, থানা যুবলীগের সভাপতি মনির হোসেন, ছাত্রলীগের সভাপতি মাহবুব হাসান বিপ্লব, শাহজালাল অপু প্রমুখ
×