ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পটুয়াখালী-৩ আসনে মাঠে নেই বিএনপি

প্রকাশিত: ০৬:১৪, ১২ ডিসেম্বর ২০১৮

পটুয়াখালী-৩ আসনে  মাঠে নেই  বিএনপি

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ প্রতীক বরাদ্দের পরই আওয়ামী লীগ সর্বশক্তি নিয়ে মাঠে নেমে পড়েছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, ছাত্রলীগের সাবেক নেতা এসএম শাহজাদাসহ দলীয় নেতাকর্মীরা ব্যস্ত হয়ে পড়েছেন উঠান বৈঠক, পথসভা, কর্মিসভাসহ নানামুখী প্রচারে। কিন্তু এর বিপরীত চিত্র বিরাজ করছে বিএনপি শিবিরে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মাওলা রনিসহ দলীয় নেতাকর্মীরা নির্বাচনী মাঠে নামেননি। নেই কোন দলীয় কর্মসূচী। উপরন্তু দলীয় নেতাকর্মীদের মধ্যে এক ধরনের নীরবতা বিরাজ করছে। কর্মীদের চাঙ্গা করতে গিয়ে নেতাদের কেউ কেউ পড়ছেন রোষানলে। এ নিয়ে দলীয় কার্যালয়ে এক দফা চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতির ঘটনাও ঘটেছে। গোলাম মাওলা রনি বিএনপির মনোনয়ন নিয়ে শুরু থেকেই দলীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। যার আঁচ ঢাকাতেও পৌঁছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের কর্মী-সমর্থকরা গোলাম মাওলা রনির মনোনয়নের প্রতিবাদে ঢাকার গুলশান কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করে এবং দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। হাসান মামুন নিজেও বিরূপ প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে একাধিক স্ট্যাটাস দেন। এসব স্ট্যাটাসে দলীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান। এরপরেও গোলাম মাওলা রনির মনোনয়ন বহাল থাকে। কিন্তু মনোনয়ন পেলেও গোলাম মাওলা রনি এখন পর্যন্ত এলাকায় অনুপস্থিত রয়েছেন। গোলাম মাওলা রনির পক্ষে তার ছোট ভাই গোলাম জিলানি গলাচিপা ও দশমিনায় মনোনয়ন দাখিল করেন। গোলাম মাওলা রনি পটুয়াখালী জেলা শহরে এসে আলতাফ হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করে নিজ নির্বাচনী এলাকায় না এসে আবার ঢাকায় ফিরে যান। এমনকি প্রতীক বরাদ্দের দিনেও গোলাম মাওলা রনি এলাকায় আসেননি। উল্লেখ্য, গোলাম মাওলা রনি নবম সংসদে আওয়ামী লীগের এমপি ছিলেন। দশম সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন চাননি। এবার আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত হয়ে বিএনপিতে যোগ দেন এবং দলীয় মনোনয়ন লাভ করেন।
×