ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মণিরামপুরে কিশোরকে গলা কেটে হত্যা

প্রকাশিত: ০৬:১৩, ১২ ডিসেম্বর ২০১৮

 মণিরামপুরে কিশোরকে  গলা কেটে হত্যা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মণিরামপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে শিমুুল হোসেন (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে গলা কেটে ও উপর্যুপরি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার রোহিতা ইউনিয়নের সরসকাঠি গ্রামে এই ঘটনা ঘটে। খুনীরা তাকে মোবাইল করে ডেকে নিয়ে হত্যা করে লাশ বাড়ির পাশে মাঠে ফেলে রেখে যায়। লাশের পেট, পিঠ, বাম হাত, মুখ ও গলায় ১৩টি কোপের চিহ্ন রয়েছে। খবর পেয়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ গ্রামের পাকা সড়কের অদূরে একটি পরিত্যক্ত ক্ষেত থেকে লাশ উদ্ধার করে। পুলিশ লাশের পরনের প্যান্টের পকেট থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন, ব্লুটুথ ও তার খেলার র‌্যাকেটটি উদ্ধার করেছে। শিমুল হোসেন সরসকাঠি গ্রামের রফিকুল ইসলাম রফিকের ছেলে। স্থানীয় কাশিমপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার তার এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল। গত বছর সে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এক বিষয়ে ফেল করেছিল। ৬ দিন পর ছাত্রের লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, শ্রীপুরে মুক্তিপণের দাবিতে অপহরণের ৬ দিন পর মঙ্গলবার বাড়ির পাশের বাঁশঝাড় থেকে এক পিএসসি পরীক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ছাত্রের নাম সাদমান ইকবাল রাকিন (১০)। সে শ্রীপুর উপজেলার ফাউগান গ্রামের শামীম ইকবালের বড় ছেলে। রাকিন স্থানীয় ফাউগান সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে সম্প্রতি অনুষ্ঠিত প্রাথমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তার বাবা শামীম ইকবাল গাজীপুর জেলা পরিষদে চাকরি করেন। নিহতের বাবা শামীম ইকবাল জানান, ৫ ডিসেম্বর রাকিন আছরের নামাজ পড়তে বাড়ির পাশের মসজিদে যায়। নামাজ শেষে সন্ধ্যায় সে মসজিদ সংলগ্ন মাঠের পাশে বসে শিশুদের খেলা দেখছিল। এসময় সে নিখোঁজ হয়। কুয়াকাটায় মোটরসাইকেল চালক নিজস্ব সংবাদদাতা কলাপাড়া থেকে জানান, কুয়াকাটা সৈকতের মাঝিবাড়ি স্পটে ভাড়াটে মোটরসাইকেল চালক কাওসারকে (২২) জবাই করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। মহিপুর পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের উদ্যোগ নিয়েছে। নিহত যুবকের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দেউলী গ্রামে। তার বাবার নাম ফারুক হাওলাদার। গলাচিপায় গৃহবধূর লাশ স্টাফ রিপোর্টার গলাচিপা থেকে জানান, পুলিশ গজালিয়া ইউনিয়নের চরচন্দ্রাইল গ্রামের শ্বশুরবাড়ি থেকে চাদনী বেগম (১৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় চাদনীর শাশুড়ি মাহিনুর বেগমকে আটক করা হয়েছে। জানা গেছে, বছর দুয়েক আগে গজালিয়া ইউনিয়নের ছত্তার সিকদারের মেয়ে চাদনী বেগমের সঙ্গে একই এলাকার সানু মৃধার ছেলে ইমরান মৃধার বিয়ে হয়। বিয়ের পর থেকেই চাদনী-ইমরানের দাম্পত্য জীবনে কলহ চলে আসছিল। মঙ্গলবার পুলিশ খবর পেয়ে বেলা আড়াইটার দিকে ইমরান মৃধার বাড়ির দোতলা থেকে চাদনী বেগমের লাশ উদ্ধার করে।
×