ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রচারে সরব খুলনা

প্রকাশিত: ০৬:১১, ১২ ডিসেম্বর ২০১৮

প্রচারে সরব খুলনা

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে খুলনা মহানগরীসহ জেলার ৬ আসন প্রচারে সরব হয়ে উঠেছে। প্রতীক পাওয়ার পর থেকে প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকেরা উজ্জীবিত হয়ে মাঠে নেমে পড়েছে। সোমবার রাতভর বিভিন্ন এলাকায় পোস্টার ঝুলানো হয়েছে। মঙ্গলবার নৌকা ও ধানের শীষ প্রতীকের প্রার্থীসহ আরও একাধিক দলের প্রার্থীরা গণসংযোগ, লিফলেট বিতরণ ও মতবিনিময় করেছেন। দুপুরের পর থেকে বিভিন্ন প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করে মাইকে প্রচার চলাতে দেখা গেছে। ভোটারদের মধ্যেও উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারাও কোন প্রার্থী কেমন? কাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে? ইত্যাদি বিষয় নিয়ে আলাপ আলোচনায় মেতে উঠছে। শহর, হাট-বাজার, হোটেল-রেস্তোরাঁ, মাঠ-ঘাট, চলার পথে সর্বত্রই নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে। খুলনা জেলায় মহানগরীর ২টি এবং জেলার ৪টিসহ সংসদীয় আসন ৬টি। ৬টি আসনেই মহাজোটের সমর্থনে আওয়ামী লীগের ৬ প্রার্থী নৌকা প্রতীক নিয়ে লড়ছেন। বিএনপি-জাতীয় ঐক্যফ্রন্টের ধানের শীষ নিয়ে ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির ৪ এবং জামায়াতের দুই জন। খুলনা-১ (বটিয়াঘাট-দাকোপ) আসনে আওয়ামী লীগের পঞ্চানন বিশ্বাস ও বিএনপির আমির এজাজ খান, খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে আওয়ামী লীগের শেখ সালাহ উদ্দিন জুয়েল ও বিএনপির নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর- খানজাহান আলী) আসনে আওয়ামী লীগের বেগম মন্নুজান সুফিয়ান ও বিএনপির রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনে আওয়ামী লীগের আব্দুস সালাম মুর্শেদী ও বিএনপির আজিজুল বারি হেলাল, খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে আওয়ামী লীগের নারায়ণ চন্দ্র চন্দ ও বিএনপির প্রার্থী জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার এবং খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে আওয়ামী লীগের আক্তারুজ্জামান বাবু ও বিএনপির প্রার্থী জামায়াতের আবুল কালাম আজাদ। এ ছাড়া খুলনার ৬ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছে। সিপিবিসহ অন্য কয়েকটি দলেরও প্রার্থী আছেন। তবে জনগণ ও ভোটারদের আলোচনা জমজমাট হচ্ছে মূলত নৌকা ও ধানের শীষের প্রার্থীদের নিয়ে। যদিও অন্য দলের প্রার্থী ও কর্মী-সমর্থকেরা সামর্থ্য আনুযায়ী তৎপরতা শুরু করেছেন। খুলনা-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী বঙ্গবন্ধুর ভ্রাতৃষ্পুত্র শেখ সালাউদ্দিন জুয়েল মঙ্গলবার নগরীর নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং কুশল বিনিময় করেন। মতবিনিময় সভায়ও মিলিত হন। একই আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুও গণসংযোগ, লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচীতে অংশ নেন। নগরীর আর একটি গুরুত্বপূর্ণ আসনে (খুলনা-৩) আওয়ামী লীগের প্রার্থী বেগম মন্নুজান সুফিয়ান খালিশপুরসহ বিভিন্ন স্থানে গণসংযোগ লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচীতে অংশ নেন। মহাজোট ও জোটের অন্য প্রার্থীসহ বিভিন্ন দলের অধিকাংশ প্রার্থী নির্বাচনী তৎপরতা শুরু করেছেন।
×