ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংস্কৃতি সংবাদ

নতুনভাবে মঞ্চে এলো ‘এ্যান ইন্সপেক্টর কলস’

প্রকাশিত: ০৫:২৭, ১২ ডিসেম্বর ২০১৮

 নতুনভাবে মঞ্চে এলো  ‘এ্যান ইন্সপেক্টর  কলস’

স্টাফ রিপোর্টার ॥ নাটকটা পুরনো। তবে ফিরে এলো নতুন আঙ্গিকে। সর্বশেষ দুই বছর আগে মঞ্চস্থ হয়েছিল প্রযোজনাটি। মাঝে দীর্ঘ বিরতি। সেই বিরতির দুই বছর পর ব্রিটিশ নাট্যকার জে বি প্রিসলির জনপ্রিয় নাটক ‘এ্যান ইন্সপেক্টর কলস’ মঞ্চে আনল যাত্রিক প্রোডাকশন। নায়লা আজাদ নির্দেশিত প্রযোজনাটির উদ্বোধনী মঞ্চায়ন হলো মঙ্গলবার সন্ধ্যায়। রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে চলবে নাটকটির সাতটি প্রদর্শনী। বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাতটায় এবং শুক্র ও শনিবার বিকেল তিনটা ও সন্ধ্যা সাতটায় নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ১৯৪৫ সালে জে বি প্রিসলির ‘এ্যান ইন্সপেক্টর কলস’ নাটকটি অবিভক্ত সোভিয়েত ইউনিয়নের মস্কোতে প্রথমবারের মতো মঞ্চায়িত হয়। এরপর যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানিসহ অনেক দেশে নাটকটি প্রদর্শিত হয়েছে। বাংলাদেশে ২০১৬ সালের শুরুর দিকে গুলশান ক্লাবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। হলি আর্টিজানে জঙ্গী হামলার পর নাটকটির প্রদর্শনী বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ বিরতির পর নতুন শিল্পীদের নিয়ে এবার নতুন আঙ্গিকে মঞ্চে এসেছে নাটকটি। ১৯১২ সালের প্রেক্ষাপটে লেখা এ্যান ইন্সপেক্টর কলস নাটকে কারখানার এক তরুণী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে কাহিনী। খুনের তদন্তের দায়িত্বে থাকা পুলিশ সদস্য এক সম্ভ্রান্ত ইংরেজ পরিবারকে খুনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে খুনের মামলাটি সমাধানের চেষ্টা করেন। আর তা করতে গিয়ে বেড়িয়ে আসে নানা চাঞ্চল্যকর ঘটনা। নাটকটি প্রসঙ্গে নির্দেশক নায়লা আজাদ বলেন, জে বি প্রিসলির এই নাটকটি তৎকালীন সমাজের বৈষম্য ও আর্থিক অবস্থা সম্পর্কে পরিষ্কার একটি ধারণা পাওয়া যায়। তবে এর প্রেক্ষাপটে এখনও প্রাসঙ্গিক। নায়লা আজাদের নির্দেশনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বায়েজিদ হক জোয়ার্দার, কাজী তৌফিকুল ইসলাম ইমন, মিতুল মাহমুদ, ইরেশ যাকের, সামিনা লুৎফা, প্রিয়াম সরকার ও ওয়াসি নূর আজম।
×